Firhad Hakim on DA Agitation: বকেয়া ডিএয়ের (মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) দাবিতে শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে রাজ্য সরকারি কর্মচারীদের। তারইমধ্যে সরকারি কর্মীদের আন্দোলন নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কী বললেন তিনি, তা দেখে নিন -
1/5মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে সরকারি কর্মচারীদের অবস্থানে পাত্তা দিতে নারাজ ফিরহাদ হাকিম। তিনি দাবি করলেন, রাজ্যের সরকারি কর্মচারীরা অবস্থান কর্মসূচিতে সামিল হননি। স্রেফ সিপিআইএমের সমর্থকরা সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন বলে দাবি রাজ্যের মন্ত্রী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5শনিবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ বলেন, 'সরকারি কর্মচারীদের কেউ (অবস্থানে) বসেননি। সিপিআইএমের যাঁরা (সমর্থক), তাঁরা (অবস্থানে) বসেছেন। এটা নিয়ে সরকারের কিছু নেই। সরকার ঠিকমতো চলছে। সময়মতো কাজ করবে সরকার।' (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5ফিরহাদের মন্তব্যের প্রেক্ষিতে শহিদ মিনারে আন্দোলনরত এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দাবি করেন, ‘রাজ্যের মন্ত্রী যে বলেছেন আমরা সরকারি কর্মচারী নই, তাঁর কাছে কি কোনও প্রমাণ আছে? তাঁর কাছে কোনও রেকর্ড আছে।’ একইসুরে ফিরহাদের মন্তব্যে বিরোধিতা করেছেন সরকারি কর্মচারীরা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/5বকেয়া মহার্ঘ ভাতা এবং কেন্দ্রীয় মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে শুক্রবার মিছিল করেন রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা। প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল করেন। তারপর শহিদ মিনারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান শুরু করেন। রাতভর অবস্থান করেছেন। আজও চলছে অবস্থান। সঙ্গে স্লোগান বেঁধে চলছে আন্দোলন। (ছবি সৌজন্যে ফেসবুক)
5/5বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তিন শতাংশ মহার্ঘ ভাতা পান। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কয়েক গুণ বেশি ডিএ পান। সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেইসঙ্গে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)