DA case hearing in SC: আগামী বুধবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি হচ্ছে না। পরিবর্তে কবে সেই ডিএ মামলার শুনানি হবে, তা নির্ধারিত হল। সুপ্রিম কোর্টে কবে শুনানি হবে, তা দেখে নিন -
1/5বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হচ্ছে না। যেদিন পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা 'স্পেশাল লিভ পিটিশন'-র চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল। পরিবর্তে আগামী ২১ মার্চ (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি হতে চলেছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লিয়জের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আজ মেনশন হিয়ারিং হয়েছে। ২১ মার্চ (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের ছয় নম্বর বেঞ্চে ডিএ মামলার শুনানি হবে। পরে কজলিস্ট প্রকাশিত হবে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লিয়জের সাধারণ সম্পাদক। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5কেন ১৫ মার্চ শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হচ্ছে না? রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের তরফে একটি সার্কুলার জারি করা হয়। ১৫ মার্চ এবং ১৬ মার্চ যে মামলাগুলি নথিভুক্ত আছে, সেগুলির সেদিন শুনানি হবে না বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত। সেই পরিস্থিতিতে সোমবার মেনশন হিয়ারিংয়ের আবেদন জানানো হয়। আজ মেনশন হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ২১ মার্চ ডিএ মামলার শুনানি হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/5সুপ্রিম কোর্টে কেন ডিএ মামলা এসেছে? কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। গত বছরের ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। তারপর অগস্টের দ্বিতীয় সপ্তাহে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। যা মাসখানেক পরেই খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। তারইমধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে তিনটি রাজ্য সরকারি সংগঠন। সেই মামলার মধ্যেই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। (ফাইল ছবি, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
5/5রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে, আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ ডিএ পান পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, তা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে চলছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)