ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ) বা মহার্ঘ ভাতায় মামলায় আবারও মুখ পুড়ল রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ) বা মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের নায্য অধিকার। এমন একটা সময় হাইকোর্টের এই পর্যবেক্ষণ এসেছে, যখন সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় ৩৪ শতাংশ ডিএ পান।
1/5ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ) বা মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের নায্য অধিকার। আবারও স্পষ্টভাবে বলল কলকাতা হাইকোর্ট। (ছবিটি প্রতীকী)
2/5২০১৬ সালের ডিএ নিয়ে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় ২০১৮ সালের অগস্টে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, ডিএ রাজ্য সরকারি কর্মীদের নায্য অধিকার। (ছবিটি প্রতীকী)
3/5তারইমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার রাজ্যের তরফে দাবি করা হয়, প্রত্যেক রাজ্যে খরচ আলাদা হয়। তাই সরকারি কর্মচারীদের ভিন্ন ডিএ প্রদানের অধিকার আছে রাজ্যের। (ছবিটি প্রতীকী)
4/5যদিও রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাররঞ্জন ভট্টাচার্য পালটা সওয়াল করেন, রাজ্যের ভিত্তিতে আইএএস এবং আইপিএস অফিসারদের বেতন পালটায় না যখন, তখন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে নবান্নের যুক্তি খাটে? (ছবিটি প্রতীকী)
5/5আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ বা মহার্ঘ ভাতা পান। সেখানে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কার্যকরই হয়নি। (ছবিটি প্রতীকী)