Protest demanding Dearness Allowance: মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় স্বস্তি পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী ২৭ জানুয়ারি যে আন্দোলনে নামতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, সেই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বড় স্বস্তি মিলেছে। কী সেই স্বস্তির খবর, তা দেখে নিন -
1/5বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) চেয়ে আন্দোলনে নামতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। অর্থাৎ আগামী ২৭ জানুয়ারি (শুক্রবার) বকেয়া ডিএয়ের দাবিতে মিছিল করতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
2/5বকেয়া মহার্ঘ ভাতা এবং কেন্দ্রীয় হারে ডিএয়ের দাবিতে ২৭ জানুয়ারি গণছুটির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সেইসঙ্গে কলকাতায় মিছিলের পরিকল্পনা করেন রাজ্য সরকারি কর্মচারীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পুরনিগম পর্যন্ত মিছিলের পরিকল্পনা করা হয়েছে। তারপর অবস্থানে বসার কথা ছিল সরকারি কর্মীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5কিন্তু প্রাথমিকভাবে সেই মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। অবস্থানে বসারও অনুমতি দেওয়া হয়নি। পুলিশের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই সওয়াল-জবাবের পরে রাজ্য সরকারি কর্মীদের মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে অবস্থানে বসার অনুমতি দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5এমনিতে আপাতত সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। গত ১৬ জানুয়ারি বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলাটি উঠেছিল। আগামী ১৫ মার্চ সেই মামলা ফের উঠবে। সেদিন ডিএ মামলার চূড়ান্ত শুনানি হবে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5এমনিতে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য গত ২০ মে রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যা খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। পরে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ের করে রাজ্য সরকারি কর্মীদের তিনটি সংগঠন। তারইমধ্যে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য। (ফাইল ছবি এবং প্রতীকী ছবি, সৌজন্যে এএনআই এবং Pixabay)