DA Protest: মহার্ঘ ভাতার (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) দাবিতে রাস্তায় নামলেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো সুর চড়িয়েছেন তাঁরা। সরাসরি রাজ্যের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন। কী বলছেন তাঁরা, তা দেখে নিন -
1/5মহার্ঘ ভাতার দাবিতে কলকাতায় মিছিল রাজ্য সরকারি কর্মচারীদের। আজ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। শহিদ মিনার পর্যন্ত মিছিল করেন রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীচারীরা। মিছিলের পর অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
2/5কোন কোন দাবিতে সেই আন্দোলনের পথে নেমেছেন? মিছিলে পা মেলানো রাজ্য সরকারি কর্মচারীরা জানান, মূলত দুটি দাবিতে মিছিল করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারকে ডিএ মিটিয়ে দিতে হবে ও পশ্চিমবঙ্গর সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। সেইসঙ্গে স্বচ্ছভাবে সমস্ত সরকারি শূন্যপদ পূরণের দাবিতে মিছিল করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5ওই মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের কর্মচারীরা। অবসরপ্রাপ্ত বৃদ্ধ সরকারি কর্মীরাও মিছিলে পা মিলিয়েছেন। মিছিলে হাঁটা এক মহিলা বলেন, ‘ডিএ আমাদের নায্য অধিকার। আমাদের ডিএয়ের টাকা চুরি করে ভাতা দিচ্ছে রাজ্য সরকার।’ একইসুরে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বলেন, ‘আমার ২০ লাখ টাকা মেরে দিয়েছে সরকার।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই এবং ফেসবুক)
4/5আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তিন শতাংশ হারে ডিএ পান। অথচ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ ডিএ পেয়ে থাকেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএয়ের ফারাক ৩৫ শতাংশ। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5উল্লেখ্য, আপাতত সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। কলকাতা হাইকোর্ট যে ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। আগামী ১৫ মার্চ সেই মামলার শুনানি হবে। এমনিতে গত বছর ২০ মে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। তা খারিজ হয়ে যায়। তারপর রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি সংগঠন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)