DA Protest intensifying: মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্... more
DA Protest intensifying: মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার তাঁরা নয়া পন্থা নিলেন। প্রতীকী অনশনও করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
1/5অনশন উঠে গিয়েছে। তবে আন্দোলনের তীব্রতা এতটুকুও কম করতে রাজি নন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। ডিটেলমেন্ট অর্ডারকে চ্যালেঞ্জ করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (স্যাট) মামলা করতে চলেছেন। সেইসঙ্গে প্রতীকী অনশন পালন করা হবে বলেও জানিয়েছেন তাঁরা। (ছবি সৌজন্যে ফেসবুক)
2/5রবিবার যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘আগামী ২৯ এপ্রিল ওটার (ডিটেলমেন্ট অর্ডার) প্রতিবাদে এই মঞ্চে প্রতীকী অনশন, গণ অনশন কর্মসূচি পালন করা হবে। যদিও সেই অনশন কর্মসূচিকে একটু অন্যভাবে সাজানো হয়েছে। আপনারা দেখেছেন, আমরা এতদিন ধরে যে অনশন কর্মসূচি পালন করেছি, তাতে জল এবং ওআরএস খাচ্ছিলাম। যে পদ সহযোগে অনশন করলে শরীরের ওজন বৃদ্ধি হয়, সেই পদ সহযোগেই অনশন পালন করা হবে।’ (ছবি সৌজন্যে ফেসবুক)
3/5এমনিতে আগামী ৩০ মার্চ শহিদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেদিন গণছুটি পালন করা হবে। শিয়ালদা এবং হাওড়া থেকে দুটি মিছিল শহিদ মিনারে আসবে। তারপর সেখানে মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক। (ছবি সৌজন্যে ফেসবুক)
4/5আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভ করা হবে। রবিবার যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক জানিয়েছেন, দিল্লিতে গিয়ে অবস্থান-বিক্ষোভের জন্য ইতিমধ্যে প্রচুর রাজ্য সরকারি কর্মচারীরা এগিয়ে এসেছেন। দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভের পাশাপাশি শহিদ মিনারেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক। (ছবি সৌজন্যে ফেসবুক)
5/5আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ হারে ডিএ পান। সপ্তম বেতন কমিশনের আওতায় ৪২ শতাংশ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেই পরিস্থিতিতে বকেয়া ডিএ, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান-সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। (ফাইল ছবি সৌজন্যে ফেসবুক)