1/4মেষ রাশি- আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। শিক্ষা সংক্রান্ত কাজে মনোযোগ দিতে হবে। কোনও কাজে ব্যাঘাত ঘটতে পারে। চাকরিতে বাড়তি কোনও দায়িত্ব পাবেন। কাজের চাপ বাড়বে। মনে অস্থিরতা থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ব্যবসায়িক কোনও কাজে সমস্যার মুখে পড়তে পারেন।অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
2/4বৃষ রাশি- পারিবারিক সমস্যায় বিব্রত থাকবেন। বাবার সহযোগিতা মিলবে। ব্যবসায় উন্নতি হবে। মুনাফা হবে। কাজের চাপ বাড়বে। শিল্প ও সংগীতের প্রতি আগ্রহ বাড়তে পারে। জীবনে আনন্দ বাড়বে। বন্ধুর সহযোগিতায় আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। কখনও রেগে যেতে পারেন, কখনও আবার তৃপ্তি অনুভব করতে পারেন। ভাই-বোনের সহযোগিতা মিলবে।
3/4মিথুন রাশি- ধৈর্য ধরতে হবে। অকারণে রেগে যাবেন না। মাথা গরম করবেন না। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। তাই বাড়তি পরিশ্রমও করতে হবে। আয় বাড়বে। বন্ধুর সহযোগিতায় আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। মনে ইতিবাচক চিন্তাধারা থাকবে। কর্মক্ষেত্রে কোনও সমস্যা থাকলে তা কেটে যাবে। খরচ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
4/4কর্কট রাশি- সংযম বজায় রাখতে হবে। ধৈর্য বজায় রাখার চেষ্টা করতে হবে কর্কট রাশির জাতকদের। চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইন্টারভিউয়ে শুভ খবর মিলবে। শাসক দলের সহযোগিতা মিলবে। বেশি রেগে যেতে পারেন। কখনও কখনও হতাশা গ্রাস করবে। মেজাজ খিটখিটে থাকবে। কোনও অজানা ভয়ের কারণে বিচলিত থাকবেন। শিক্ষা সংক্রান্ত কাজের বাধার মুখে পড়তে পারেন।