জ্যোতিষশাস্ত্রে মোট ১২ টি রাশি আছে। গ্রহের অবস্থানের কারণে বিভিন্ন রাশির জাতকদের বিভিন্ন প্রভাব পড়ে থাকে। সেই ভিত্তিতে মেষ থেকে কর্কট রাশির (মেষ, বৃষ, মিথুন এবং কর্কট) জাতকদের শনিবার কেমন কাটবে, তা জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4মেষ রাশি- মন ভালো থাকবে। ধৈর্য বাড়বে। চাকরিতে বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে। পোশাকের প্রতি আগ্রহ বাড়বে। যাত্রা লাভজনক হবে। বাবার থেকে অর্থ লাভ হবে। বন্ধুর সহযোগিতা পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। খুব আলস্যে দিন কাটবে।
2/4বৃষ রাশি- শিক্ষা সংক্রান্ত কাজে শুভ ফল লাভ করবেন। শাসক দলের সহযোগিতা মিলবে। মান-সম্মান বাড়বে। গবেষণা সংক্রান্ত কাজে আয় বৃদ্ধির যোগ আছে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। স্থান পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। পরিবারের থেকে দূরে যেতে পারেন।
3/4মিথুন রাশি- আত্মবিশ্বাস কমে যাবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। অকারণে দৌড়ঝাঁপ করতে হতে পারে। চাকরি পালটানোর সুযোগ আছে। বেশি রেগে যেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। পারিবারিক সমস্যার জেরে বিব্রত থাকবেন।
4/4কর্কট রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। ধর্মের প্রতি শ্রদ্ধা বাড়বে। ব্যবসার বহর বাড়বে। ধর্ম এবং শিক্ষা সংক্রান্ত কাজে বাধা আসতে পারে। মায়ের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। কথাবার্তায় কঠোরতা থাকবে। অকারণে রেগে যাবেন না। অকারণে কারও সঙ্গে ঝগড়া করবেন না।