জ্যোতিষশাস্ত্রে মোট ১২ টি রাশি আছে। গ্রহের অবস্থানের কারণে বিভিন্ন রাশির জাতকদের বিভিন্ন প্রভাব পড়ে থাকে। সেই ভিত্তিতে ধনু থেকে মীন রাশির (ধনু, মকর, কুম্ভ এবং মীন) জাতকদের শনিবার কেমন কাটবে, তা জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4ধনু রাশি- মন ভালো থাকবে। চাকরি পালটানোর সম্ভাবনা আছে। কোনও বন্ধুর সহযোগিতায় আয়ের যোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্যের দিকে নজর দিন। মানসিক শান্তি থাকবে। তবে খরচ বাড়তে পারে। সেজন্য চিন্তিত থাকতে পারেন। কলা এবং সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। সঞ্চিত অর্থ কমে যাবে।
2/4মকর রাশি- কথাবার্তার ক্ষেত্রে সংযমী থাকতে হবে। মায়ের থেকে অর্থ লাভ হতে পারে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। সন্তানের কষ্ট হবে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। ভাই-বোনের সঙ্গে ঝামেলা হতে পারে। বাড়িতে ধর্মীয় কাজ হওয়ার সম্ভাবনা আছে।
3/4কুম্ভ রাশি- মন ভালো থাকবে। মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের কোনও বয়স্ক মহিলার থেকে অর্থ প্রাপ্তি হতে পারে। পোশাক কেনাকাটায় খরচ বাড়বে। শিক্ষা সংক্রান্ত কাজে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। খরচ বাড়তে পারে। যাত্রার যোগ তৈরি হচ্ছে।
4/4মীন রাশি- অকারণে ঝগড়া করবেন না। সম্পত্তির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত খরচ বাড়তে পারে। কোনও অজানা ভয় ঘিরে ধরবে। চাকরিতে বদলি হতে পারে। কলা এবং সংগীতের প্রতি আগ্রহ বাড়বে।