Lucky Zodiacs for 6th June 2022: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের উপর সব রাশির জাতকদের ভাগ্য নির্ভর করে। কোনও কোনও রাশির জাতকদের সময় ভালো কাটে। কেউ কেউ আবার কিছুটা সমস্যায় পড়েন। সেভাবেই সোমবার (৬ জুন) কোন রাশির জাতকদের সময় কেমন কাটবে, তা দেখে নিন।
1/4জামাইষষ্ঠীর পরদিন দাম্পত্য জীবন সুখকর হবে, এই রাশির উপর থাকবে মা লক্ষ্মীর কৃপা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/4মেষ রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কোনও সম্পত্তি থেকে আয় বাড়তে পারে। বন্ধুর সহযোগিতা মিলবে। ঘুরতে যেতে পারেন। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে। দাম্পত্য জীবন সুখকর হবে। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে। আর্থিক অবস্থা ভালো ববে। নয়া কাজ শুরুর জন্য এটা শুভ সময়।
3/4কর্কট রাশি- আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে কাজের ভার বাড়বে। ব্যবসার বহর বাড়বে। অর্থ লাভ হবে। তার ফলে স্বভাবতই আর্থিক অবস্থা মজবুত হবে। দাম্পত্য জীবন সুখকর হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় শুভ থাকবে। নয়া কাজ শুরু করলে লাভবান হবেন। মা লক্ষ্মীর কৃপায় প্রতিটি কাজে সাফল্য লাভ করবেন।
4/4বৃশ্চিক রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসার জন্য এটা শুভ সময়। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় দুর্দান্ত কাটবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে লাভবান হবেন।