Daily Horoscope on 16th June 2022: বৃহস্পতিবার মেষ রাশিতে থাকবেন শুক্র এবং রাহু। বৃষ রাশিতে আছেন বুধ। মিথুন রাশিতে প্রবেশ করে গিয়েছেন সূর্য। তুলা রাশিতে আছেন কেতু। ধনু রাশি এবং কুম্ভ রাশিতে আছেন যথাক্রমে চন্দ্র এবং শনি। অন্যদিকে মীন রাশিতে আছেন বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ। তার ভিত্তিতে লক্ষ্মীবারে তিনটি রাশির জাতকরা লাভবান থাকবেন, তা দেখে নিন -
1/6মিথুন রাশি- মন প্রসন্ন থাকবে। কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে। ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
2/6মিথুন রাশি- আত্মবিশ্বাস বাড়বে। গবেষণা সংক্রান্ত কাজে সম্মান বাড়বে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। পরিবারে ধর্মীয় কাজ হতে পারে। পারিবারিক জীবন সুখকর থাকবে।
3/6কন্যা রাশি- মানসিক শান্তি থাকবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা পাবেন। উন্নতির পথ প্রশস্ত হবে। আয় বাড়বে। দীর্ঘ সময় যে কাজ পূরণ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তাতে সাফল্য লাভ করবেন।
4/6কন্যা রাশি- চাকরিতে আধিকারিকদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ভালো সুযোগ লাভ করতে পারেন। আর্থিক অবস্থা ভালো হবে। ব্যবসার পরিস্থিতির উন্নতি হবে। আর্থিক অবস্থাও ভালো হবে। ভাইবোনের থেকে ধন প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে।
5/6মীন রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কথাবার্তায় মাধুর্য থাকবে। কোনও সম্পত্তি থেকে আয় বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
6/6মীন রাশি- সন্তানের থেকে সুখবর পাবেন। মন প্রসন্ন থাকবে। শিক্ষা সংক্রান্ত কাজে শুভ পরিণাম মিলবে। অর্থ লাভের যোগ তৈরি হবে। পড়াশোনায় রুচি থাকবে।