Daily Horoscope on 17th June 2022: শুক্রবার মেষ রাশিতে থাকবেন শুক্র এবং রাহু। বৃষ রাশিতে আছেন বুধ। মিথুন রাশিতে প্রবেশ করে গিয়েছেন সূর্য। তুলা রাশিতে আছেন কেতু। ধনু রাশি এবং কুম্ভ রাশিতে আছেন যথাক্রমে চন্দ্র এবং শনি। অন্যদিকে মীন রাশিতে আছেন বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ। তার ভিত্তিতে লক্ষ্মীবারে তিনটি রাশির জাতকরা লাভবান থাকবেন, তা দেখে নিন -
1/3বৃষ রাশি- চাকরিতে উন্নতির যোগ তৈরি হচ্ছে। অন্যত্র যেতে হতে পারে। সন্তানের থেকে সুখবর পেতে পারেন। আয় বাড়বে। মায়ের সহযোগিতা মিলবে। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন।
2/3কন্যা রাশি- আত্মসংযমী থাকতে হবে। চাকরিতে উন্নতির সুযোগ মিলবে। বদলির সুযোগ আছে। পরিবারের নিয়ে বিব্রত থাকবেন। বাড়তি পরিশ্রম হবে। চাকরিতে কাজের ভার বাড়বে।
3/3বৃশ্চিক রাশি- কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকুন। চাকরিতে উন্নতির সুযোগ মিলবে। আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক জীবনে সুখ কমবে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে।