Daily Horoscope: আগামিকাল (বৃহস্পতিবার, ৯ জুন) কয়েকটি রাশির জাতকদের সময় ভালো কাটবে। গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে ওই রাশির জাতকরা লাভবান হবেন। কারা কারা সেই তালিকায় আছেন, তা দেখে নিন -
1/5বৃষ রাশি- মানসিক অবস্থা ঠিকঠাক থাকবে। জীবনসঙ্গীর সহায়তা লাভ করবেন। সন্তানের থেকে সুখবর পাবেন। কোনও বন্ধুর আগমন হবে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। চাকরির জন্য কোথাও যেতে হতে পারে।
2/5মিথুন রাশি- আয় কমে যেতে পারে। খরচ বাড়বে। তবে সার্বিকভাবে আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকরিতে অফিসারদের সহযোগিতা লাভ করবেন। যাত্রা সুখকর হবে। পরিবারের সহযোগিতা লাভ করবেন।
3/5সিংহ রাশি- আত্মবিশ্বাস কম থাকবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। উঁচু পদ লাভ করতে পারেন। কার্যভার বাড়তে পারে। ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। আয় বাড়বে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5তুলা রাশি- আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। চাকরিতে পরিস্থিতি অনুকূল থাকবে। পড়াশোনায় আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার যোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। মায়ের সহযোগিতা লাভ করবেন।
5/5মকর রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। ধৈর্য বজায় রাখতে হবে। ব্যবসার দিকে নজর দিতে হবে। সন্তানের সুখ বৃদ্ধি পাবে। কোনও বন্ধুর কলা এবং সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। কোনও বন্ধুর সহযোগিতা লাভ করবেন।