আর মাত্র ঘণ্টাখানেকের অপেক্ষা। ডান্স বাংলা ডান্স তৈরি একগুচ্ছ চমক নিয়ে। দেখে নিন এক ঝলকে।
1/8আজ, ২২ মে শুরু হচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজনের পথ চলা। তারকাখচিত বিচারক প্যানেল থেকে শুরু করে সঞ্চালক, দর্শকদের জন্য একগুচ্ছ চমক নিয়ে আসছে এই ডান্স রিয়েলিটি শো।
2/8এই প্রথম বলিউড স্টার গোবিন্দাকে দেখা যাবে বাংলা রিয়েলিটি শো-র বিচারকের আসনে। সঙ্গে থাকছেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি জিৎ-শুভশ্রী। বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন এই ডান্স শো-তে। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8গোবিন্দা থাকা মানেই একরাস হাসি আর আড্ডা। নিজের সিগনেচার ডান্স মুভ নিয়ে এদিন পারফর্ম করবেন বলিউডের ‘হিরো নম্বর ১’। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8শুধু বিচারক নয়, সঞ্চালনাতেও চমক রেখেছেন নির্মাতারা। হোস্টিং করবেন বিক্রম চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। রিয়েল লাইফেও BBF তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও একে-অপরের পিছনে লাগার সুযোগ ছাড়েন না। আর তাই, দু'জনের কেমিস্ট্রি যে পাগল করে ছাড়বে দর্শককে, তা বলা যায় চোখ বুজে। (ছবি-ইনস্টাগ্রাম)
5/8Boss is back! ‘বাংলা বিগ বস’-এ জিতকে দেখা গিয়েছিল সঞ্চালকের ভূমিকায়। তারপর আর সেভাবে ছোট পরদায় কাজ করেননি। তাই কামব্যাক ধামাকেদার করতে এদিন গানের তালে পা দোলাতে দেখা যাবে তাঁকেও। (ছবি-ইনস্টাগ্রাম)
6/8জিতের সঙ্গে স্টেজ শেয়ার করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। এক সময়ের হিট জুটি বলে কথা! (ছবি-ইনস্টাগ্রাম)
7/8পাওয়ার প্যাকড পারফরম্যান্স নিয়ে হাজির অঙ্কুশ ও বিক্রমও। (ছবি-ইনস্টাগ্রাম)
8/8চমক থাকছে মেন্টরের তালিকাতেও। ‘ডান্স বাংলা ডান্স’-এ থাকছে দেবলীনা কুমার, ওম সাহানি, রিমঝিম মিত্র ও সৌমিলি ঘোষ বিশ্বাসের মতো তারকা মেন্টররা। (ছবি-ইনস্টাগ্রাম)