রাজা চার্লসের অভিষেকে মন জয় করল দার্জিলিংয়ের সুবাসিত চা।
1/5রাজা তৃতীয় চার্লসের অভিষেক। তার জাঁকজমকই আলাদা। শনিবার বিভিন্ন দেশের তাবড় রাষ্ট্রপ্রধান, প্রতিনিধিরা হাজির হয়েছিলেন। আর সেই অনুষ্ঠানেই যে চা পরিবেশন করা হয়েছে তা কোথাকার জানেন? দার্জিলিংয়ের মকাইবাড়ির চা। দার্জিলিংয়ের মকাইবাড়ির স্পেশাল চা যিনি খেয়েছেন তিনি সারাজীবনেও তাঁর স্বাদ ভুলতে পারেন না। অনেকেই একথা বলেন। আর সেই দার্জিলিংয়ের চা মাত করে দিল রাজার অভিষেকের অনুষ্ঠানকে।
2/5কার্শিয়াংয়ের মকাইবাড়ি টি এস্টেট। একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে মকাইবাড়িতে যেত চা দেওয়া হয়েছিল সেটার ব্লেন্ড একটু আলাদা। তবে অন্য়ান্য চা যেভাবে তৈরি হয় অনেকটা সেই পদ্ধতিতেই তৈরি হয়েছিল এই করোনেশন চা। যে স্বাদ তেমনি তার গন্ধ। গোটা বিশ্বের মন জয় করার চ্যালেঞ্জ ছিল এই দার্জিলিংয়ের চায়ের উপর। ফাইল ছবি।
3/5সেই পরীক্ষায় একেবারে পুরো অংশে সফল দার্জিলিংয়ের চা। একেবারে ফার্স্ট ফ্লাশের স্পেশাল টি। সূত্রের খবর, ব্রিটিশ হাই কমিশনার এই চায়ের বরাত দিয়েছিল। বাকিংহাম প্যালেসে অন্তত ৫০০ টিন চা পৌঁছে দেওয়া হয়েছিল। REUTERS/Piroschka Van De Wouw
4/5এবার প্রশ্ন সেই যে করোনেশন টি সেটা কি বাংলার মানুষ পাবেন? সূত্রের খবর, অতিরিক্ত ১ হাজার টিন এই ধরনের চা তৈরি করা হয়েছে
5/5মানে যে চায়ের প্রেমে পড়েছেন রাষ্ট্রপ্রধানরা সেই চা পেতে পারেন আপনিও। সূত্রের খবর, সেই করোনেশন টি এক মাস ধরে পাওয়া যাবে বাংলাতেও।