বৃহস্পতিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচের মতোই এবারও কেকেআরের বিরুদ্ধে জ্বলে ওঠেন কুলদীপ যাদব। তিন ওভারে ১৪ রান দিয়ে চার উইকেট নেন। যে তারকাকে এবার রিটেন করেননি কেকেআর। বাজে ফর্মের কারণে ২০২১ সালে একটি ম্যাচেও নামায়নি।
1/4আইপিএলের ইতিহাসে কোনও মরশুমে কোনও একটি দলের বিরুদ্ধে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়লেন কুলদীপ। (ছবি সৌজন্যে আইপিএল)
2/4কুলদীপ যাদব (বনাম কলকাতা নাইট রাইডার্স): আট উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে চার ওভারে ৩৫ রানে চার উইকেট নিয়েছিলেন কুলদীপ। বৃহস্পতিবার প্রাক্তন দলের বিরুদ্ধে তিন ওভারে ১৪ রানে চার উইকেট নেন। (ছবি সৌজন্যে আইপিএল)
3/4সুনীল নারিন (বনাম কিংস ইলেভন পঞ্জাব): ২০১২ সালে কিংস ইলেভন পঞ্জাবের (বর্তমান পঞ্জাব কিংস) বিরুদ্ধে সাত উইকেট নিয়েছিলেন কেকেআরের তারকা স্পিনার। প্রথম ম্যাচে চার ওভারে ১৯ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে চার ওভারে ২৪ রানে দু'উইকেট নিয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
4/4অমিত মিশ্র (বনাম পুণে ওয়ারির্স): ২০১৩ সালে পুণের বিরুদ্ধে সাত উইকেট নিয়েছিলেন প্রথম ম্যাচে চার ওভারে ১৯ রানে তিন উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা। দ্বিতীয় ম্যাচে চার ওভারে ১৯ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)