বাংলা নিউজ >
ছবিঘর >
DC vs LSG: কুলদীপের ব্যর্থতা থেকে মহসিনের দারুণ স্পেল, এই ৫ কারণে হারলেন পন্তরা
DC vs LSG: কুলদীপের ব্যর্থতা থেকে মহসিনের দারুণ স্পেল, এই ৫ কারণে হারলেন পন্তরা
Updated: 01 May 2022, 08:17 PM IST
লেখক Rishav Roy
ওয়াংখেড়ে ময়দানে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। লখনউয়ের বিরুদ্ধে দিল্লি দিনের শেষে ছয় রানে পরাজিত হলেও, ম্যাচে কিন্তু ততটা হাড্ডাহাড্ডি টক্কর হয়নি। বেশিরভাগ সময়ই দাপট বজায় রেখেছিল লখনউ। ঠিক কী কী কারণে দিল্লিকে মাত দিয়ে লিগ তালিকায় দুইয়ে উঠে এল লখনউ, দেখুন এক নজরে।
1/5কুইন্টন ডি'কক ২৩ রানে ফিরিয়ে দিলেও, দ্বিতীয় উইকেটে ৬১ বলে দীপক হুডা ও লোকেশ রাহুলের ৯৫ রানের পার্টনারশিপ, ম্য়াচের রাশ লখনউয়ের হাতে এনে দেয়। এই পার্টনারশিপ ভাঙতে বড্ড দেরি করে ফেলে দিল্লি ক্যাপিটালস।
2/5এখনও অবধি মরশুমে দিল্লি ক্যাপিটালস যে কয়টি ম্যাচ জিতেছে, সবকয়টিতেই কুলদীপ যাদব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে এদিন কুলদীপের স্পিনজাল একেবারে ব্যর্থ করে দেয় লখনউ। তিন ওভারে ২৯ রান দেন কুলদীপ।
3/5১৯৬ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে দিল্লির হয়ে শুরুটা ভাল হওয়া দরকার ছিল। কিন্তু দলগত ১৩ রানের মধ্যেই পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার, দুই ওপেনারই সাজঘরে ফেরায় দিল্লির ভিতটাই মজবুত হয়নি।
5/5শেষমেশ দিল্লির হার ও লখনউয়ের জয়ের সবচেয়ে বড় কারণ হলেন মহসিন খান। ১৬ রানের বিনিময়ে পন্ত, পাওয়েলসহ মোট চারজন দিল্লি ব্যাটারকে আউট করেন মহসিন। তাঁর এই স্পেলই খেলা ঘুরিয়ে দেয়।