Dearness Allowance: পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মিটিয়ে দেওয়া হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএয়ের হিসাব চলছে। কলকাতা হাইকোর্টে এমনই জানাল রাজ্যের দুই বিদ্যুৎ নিগম।
1/6আবারও বেতন পাবেন রাজ্যের দুই বিদ্যুৎ নিগমের শীর্ষ কর্তারা। শুক্রবার সেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/6রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এবং বিদ্যুৎ সংবহন নিগমের দুই ম্যানেজিং ডিরেক্টর এবং চার জেনারেল ম্যানেজারের বেতন চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। নির্দেশ মতো কর্মীদের বকেয়া ডিএ (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) দেওয়া হয়নি বলে তাঁদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/6শুক্রবার দুই বিদ্যুৎ নিগমের তরফে জানানো হয়েছে, পঞ্চম বেতন কমিশনের আওতায় কর্মচারীদের বকেয়া বেতন (এরিয়ার) দেওয়া হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার হিসাবের কাজ চলছে বলে জানানো হয়। তারপরই ফের বেতন চালুর নির্দেশ দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/6দুই সংস্থার কর্মীদের বকেয়া ডিএ নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে মামলা দায়ের করা হয়েছিল। ২০২০ সালের মার্চে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, চার কিস্তিতে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেজন্য ছ'মাস দেওয়া হয়েছিল। সেই নির্দেশ পালনের পর হাইকোর্টে হলফনামার পেশ করার কথা ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/6পরবর্তীতে ১০ জুনের মধ্যে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থাকে ডিএ মিটিয়ে দিতে বলেছিল হাইকোর্ট। কিন্তু সেইসময় পেরিয়ে গেলেও ডিএ মিটিয়ে দেওয়া হয়নি বলে দাবি করে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় ১৭ জুন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ২৩ জুনের মধ্যে এসিডিএসএল এবং পিডিসিএলের কর্মীদের বকেয়া ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ) মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএয়ের অন্তত ২০ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। (ছবিটি প্রতীকী)
6/6১৭ জুনই হাইকোর্ট কড়া ভাষায় জানিয়েছিল, সেই নির্দেশ পালন করা না হলে দুই সংস্থার শীর্ষ কর্তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে। সেইমতো ২৫ জুন পাঁচ শীর্ষ আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। (ছবিটি প্রতীকী)