Dearness Allowance: গত শুক্রবার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, ২০০৯ সালের জুলাই থেকে ডিএ বাবদ যা বকেয়া আছে, তা মিটিয়ে দিতে বলা হয়েছে। অর্থাৎ রাজ্যে যখন থেকে রোপা (Revision of Pay and Allowances) কার্যকর হয়েছে, তখন বকেয়া ডিএ তিন মাসের মধ্যে রাজ্যকে মিটিয়ে দিতে হবে।
1/6কতদিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা কি বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাবেন? তা নিয়ে এখনও স্পষ্ট উত্তর মিলল না। কারণ একটি মহলের দাবি, সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/6ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারাও সরাসরি মন্তব্য করেননি যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে কিনা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/6রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির তরফে ইতিমধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি সুপ্রিম কোর্টে যায়, সেজন্য প্রস্তুত আছে সংগঠন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/6গত শুক্রবার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দিতে হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে বলেছে, ‘মহার্ঘ ভাতা (রাজ্য সরকারি কর্মচারীদের) আইনত অধিকার, মৌলিক অধিকার।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/6রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, ২০০৯ সালের জুলাই থেকে ডিএ বাবদ যা বকেয়া আছে, তা মিটিয়ে দিতে বলা হয়েছে। অর্থাৎ রাজ্যে যখন থেকে রোপা (Revision of Pay and Allowances) কার্যকর হয়েছে, তখন বকেয়া ডিএ তিন মাসের মধ্যে রাজ্যকে মিটিয়ে দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
6/6সেই নিরিখে পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ বাবদ কয়েক লাখ টাকা পাবেন। পদ অনুযায়ী, কেউ পাবেন দু'লাখ টাকা। কারও অ্যাকাউন্টে ঢুকবে চার লাখ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)