Debchandrima: নতুন বছরকে স্বাগত জানাতে গোয়ায় উড়ে গিয়েছিলেন টেলি নায়িকা দেবচন্দ্রিমা সিং রায়। অভিনেত্রীর ‘বিচ-লুক’ উত্তাপ বাড়াচ্ছে নেটপাড়ায়। বিকিনি থেকে মনোকিনি- স্নানপোশাকে সুপারহট স্টার জলসার এই নায়িকা।
1/6‘হামে তো লুট লিয়া…’, অভিনেত্রী দেবচন্দ্রিমার বিকিনি লুক দেখে এখন এমনটাই বলছে তাঁর ভক্তরা! বর্ষবরণে গোয়ায় হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই কখনও লাল তো কখনও নিয়ন গ্রিন স্নানপোশাকে সোশ্যাল মিডিয়ার পারদ চড়াচ্ছেন ‘সাহেবের চিঠি’। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6ঘুরতে বেজায় ভালোবাসেন দেবচন্দ্রিমা। শ্যুটিং থেকে ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন নায়িকা। চার দিনের ছুটিতে দিদির সঙ্গে গোয়ায় রওনা দিয়েছেন অভিনেত্রী, ইতিমধ্যেই ফিরেছেন শ্যুটিং সেটে। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6দেবচন্দ্রিমার কথায়, ‘ট্রাভেল’ তাঁর জীবনের খুশির চাবিকাঠি। নতুন নতুন জায়গা ঘুরে দেখতে দারুণ পছন্দ করেন দেবচন্দ্রিমা। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6দেবচন্দ্রিমার গোয়া ডায়রির ছবিতে মুগ্ধ নেটপাড়া। কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসার বন্যা, তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে নায়িকার চর্চিত প্রেমিক রিজওয়ান মানে নবাবের কমেন্ট। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6নিয়ন বিকিনিতে দেবচন্দ্রিমাকে দেখে রিজওয়ান লেখেন, ‘দিনে দুটো’। গত কয়েকমাস ধরেই রিজওয়ান ও দেবচন্দ্রিমার প্রেমের গুঞ্জন টেলিপাড়ার অলিতেগলিতে। যদিও এই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ দুজনের। আপতত বন্ধুত্বের রাগই ধরা পড়ে দুজনের কন্ঠে। (ছবি-ইনস্টাগ্রাম)