স্ত্রী দেবিনার ৩৫তম জন্মদিন বিশেষ করে তুললেন স্বামী গুরমিত চৌধুরী। দেখুন নায়িকার জন্মদিনের ছবি-
1/6হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। ১৮ এপ্রিল ৩৫ বছরে পা রাখলেন তিনি। রবিবারই মেয়ের প্রথম ঝলক প্রকাশ্যে এনে তাঁর নাম ফাঁস করেছিলেন গুরমিত-দেবিনা জুটি। এবার মেয়ের সঙ্গে প্রথবার জন্মদিন উদযাপন করলেন দেবিনা। (ছবি ইনস্টাগ্রাম)
2/6একরত্তি মেয়ে লিয়ানার সঙ্গে প্রথমবার জন্মদিন উদযাপন দেবিনার। তাই হিন্দি টেলি ধারাবাহিকের নায়িকার জন্য এই জন্মদিনটা একটু বেশি বিশেষ।
3/6স্বামী গুরমিত দেবিনার ৩৫তম জন্মদিনের জন্য বিশেষ সারপ্রাইজ রেখেছিলেন। এ দিন স্ত্রীকে আদরে চুমুকে ভরিয়ে দিয়েছিলেন অভিনেতা।
4/6স্বামী গুরমিত এবং পরিবারের সঙ্গে ৩৫-এর জন্মদিনটা আরও বিশেষ হয়ে উঠেছিল দেবিনার।
5/6দেবীনার জন্মদিনের অন্দরের ছবি।
6/6দেবীনার জন্মদিনকে বিশেষ করে তুলতে, তার ঘনিষ্ঠ বন্ধুরাও বাড়িতে হাজির হয়েছিলেন।