ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) রবিবার জানিয়েছে য... more
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) রবিবার জানিয়েছে যে ৫ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলে প্রভাব পড়বে কোন কোন এলাকায়?
1/5আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর আগে গতকাল, রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত সোমবারে নিম্নচাপে পরিণত হতে পারে।
2/5হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ৭ ডিসেম্বর সকালের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। নিম্নচাপের জেরে আগামিকাল পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হবে আন্দামানে।
3/5নিম্নচাপের কারণে তামিলনাড়ুর সাতটি জেলা (ভিলুপুরম, কুড্ডালোর, মায়িলাদুথুরাই, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনাম এবং পুদুক্কোট্টাই), পুদুচেরি, কারাইকাল এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ৭ ডিসেম্বর রাতে থেকে বৃষ্টি হতে পারে। পরের দিন সেই বৃষ্টি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
4/5মৎস্যজীবীদের আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে যেতে বারণ করেছে আইএমডি। তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং মুন্নার উপসাগরে ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
5/5এদিকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই এই নিম্নচাপের জেরে। আকাশ পরিষ্কার থাকবে। শুধু তাই নয়, এই নিম্নচাপের দরুণ পশ্চিমবঙ্গের রাতের বা দিনের তাপমাত্রার কোন বদল আসবে না।