দেরাদুনে পাহাড়ি পরিবেশে নিরিবিলিতে বিবাহবার্ষিকী কাটালেন 'দীপবীর', মুগ্ধ নেটপাড়া
Updated: 17 Nov 2021, 02:25 PM IST২০১৮-র ১৪ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। সম্প্রতি, নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকী পালন করলেন 'দীপবীর'।দেরাদুনের পাহাড়ি জঙ্গলের নিরিবিলিতে এই বিশেষ দিনটা কাটিয়েছেন এই তারকা দম্পতি।
পরবর্তী ফটো গ্যালারি