বাংলা নিউজ >
ছবিঘর >
মা-বোনের সঙ্গে ভেনিস ভ্রমণে দীপিকা পাড়ুুকোন, শেয়ার করলেন একগুচ্ছ ছবি
মা-বোনের সঙ্গে ভেনিস ভ্রমণে দীপিকা পাড়ুুকোন, শেয়ার করলেন একগুচ্ছ ছবি
Updated: 30 Apr 2022, 04:30 PM IST
লেখক Priyanka Bose
বিমানবন্দরের লাউঞ্জ থেকে ইতালির ওলিগলির ছবি ভেসে উঠেছে দীপিকার ইনস্টাগ্রামের পাতায়। কেমন হল অভিনেত্রীর ভেনিস ট্রিপ?
1/5সদ্য ভেনিস বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভ্রমণের একাধিক ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ভ্রমণে দীপিকার সফর সঙ্গী ছিলেন মা উজ্জ্বলা এবং বোন আনিশা পাড়ুকোন। ইতালি ভ্রমণের একগুচ্ছ ছবি ভেসে উঠেছে কোঙ্কনা সুন্দরীর ইনস্টাগ্রামের পাতায়। (ছবি ইনস্টাগ্রাম)
2/5বিমানবন্দরের লাউঞ্জ থেকে ইতালির ওলিগলির ছবি ভেসে উঠেছে দীপিকার ইনস্টাগ্রামের পাতায়।
3/5আরও ছবিতে ভেনিসের প্রাণকেন্দ্রে ডোজের প্রাসাদের দৃশ্য, প্রাসাদের ছাদ এবং অভ্যন্তরীণ অংশ, গন্ডোলায় ভ্রমণের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।
4/5ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ভেনিস ফটো ডাম্প।’ স্ত্রীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করেছেন স্বামী রণবীর কাপুর।
5/5এই বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালনে দীপিকা ভেনিসে উড়ে গেছেন বলে মনে হচ্ছে। তিনি আট সদস্যের জুরির অংশ। যারা শনিবার ২৮ মে সমাপনী অনুষ্ঠানের সময় পালমে ডি'অরের প্রতিযোগিতায় ২১টি চলচ্চিত্রের মধ্যে একটিকে পুরস্কৃত করবে।