ODIতে দ্বিতীয়বার ৬ উইকেট দীপ্তির! অন্য রেকর্ডে টপকে গেলেন ঝুলনকে! উইন্ডিজকে সিরিজ হোয়াইটওয়াশের হাতছানি
Updated: 27 Dec 2024, 02:41 PM ISTওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার ছিল ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ, ভারত ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে পারে কিনা, সেটাই ছিল দেখার বিষয়। দীপ্তি শর্মা একাই নিলেন ৬ উইকেট। প্রথম ভারতীয় মহিলা বোলার হিসেবে ওডিআইতে দীপ্তির ঝুলিয়ে রয়েছে সর্বোচ্চ ৩টি ফাইভ উইকেট হল। দ্বিতীয়বার ওডিআইতে ৬ উইকেট নিলেন তিনি।
পরবর্তী ফটো গ্যালারি