দিল্লির বুকে এই নারকীয় অ্যাসিড হামালার সিসিটিভি ফুটেজ উঠে এসেছে। এরপর ঘটনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে, ঘটনা নিয়ে সরব হয়েছেন দিল্লির সাংসদ বিজেপি নেতা গৌতম গম্ভীর।
1/5দিল্লির দক্ষিণ পশ্চিম প্রান্তে দ্বারকা এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে সেখানে এক স্কুল পড়ুয়া ছাত্রীর ওপর অ্যাসিড হামলা ঘটে গিয়েছে। নারকীয় এই হামলায় ১৭ বছরের ওই ছাত্রী অসুস্থ। তাঁর বাবা জানিয়েছেন, মুখ তো বটেই চোখ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে অ্যাসিড।
2/5দিল্লির বুকে এই নারকীয় অ্যাসিড হামালার সিসিটিভি ফুটেজ উঠে এসেছে। এরপর ঘটনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে, ঘটনা নিয়ে সরব হয়েছেন দিল্লির সাংসদ বিজেপি নেতা গৌতম গম্ভীর।
3/5দিল্লির অ্যাসিড হামলা প্রসঙ্গে ক্ষোভে ফেটে পড়েন অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল একটি টুইটে লেখেন, ‘এটি একেবারেই মেনে নেওয়া যাবে না যে, ’এটা একেবারেই মেনে নেওয়া যাবে না। অপরাধীদের এত সাহজ হলটা কী করে? অপরাধীদের কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হবে। দিল্লির প্রতিটি মেয়ের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। '
4/5ক্ষোভ চেপে রাখতে পারেননি গৌতম গম্ভীর। দিল্লির বিজেপি সাংসদ টুইটারে লেখেন, ‘কোনও কথাই কোনও ন্যায় বিচার করবে না। ওই পশুদের মধ্যে আমাদের প্রভূত পরিমণ ভয় ঢুকিয়ে দিতে হবে। দ্বারকায় যারা ওই স্কুল ছাত্রীর ওপর অ্যাসিড হামলা করেছে তাদের জনতার সামনে ফাঁসি দেওয়া উচিত। ’
5/5দিল্লির অ্যাসিড ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ওই ঘটনার জেরে অসুস্থ স্কুল পড়ুয়া আপাতত বিপদের বাইরে। তথ্য বলছে, অ্যাসিড হামলার পরই ছাত্রী ছুটে যায় স্থানীয়দের কাছে। তাঁদের উদ্যোগে হাসপাতাল ভর্তি করা হয় ছাত্রীকে।