টাকা খোয়ানোর পর সাইবার সেলে অভিযোগ করেন প্রৌঢ়। তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এল। দেখা গেল, তাঁর মেয়েই সেই টাকা 'ভ্যানিশ' করে দিয়েছেন।
1/5দিল্লির বুরারির এক পেনশনভোগীর অ্যাকাউন্ট থেকে ২.০৩ লক্ষ টাকা গায়েব। টাকা খোয়ানোর পর সাইবার সেলে অভিযোগ করেন প্রৌঢ়। তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Twitter)
2/5দেখা গেল, তাঁর মেয়েই সেই টাকা 'ভ্যানিশ' করে দিয়েছেন। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Twitter)
3/5পুলিশি জেরায় অভিযুক্ত জানান, তাঁর বন্ধকী গহনা ছাড়াতেই বাবার অ্যাকাউন্ট থেকে টাকা হাতান। ফাইল ছবি: পিটিআই (Twitter)
4/5অল্প অল্প করে, পেটিএম দিয়ে তাঁর বাবার অ্যাকাউন্ট থেকে তাঁর এবং তাঁর স্বামীর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলেন। ফাইল ছবি(এডিটেড): টুইটার (Twitter)
5/5ডিসিপি সাগর সিং কালসি বলেন, ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থায় চাকরি করতেন। অভিযোগে তিনি জানান, নভেম্বর ২০২১ থেকে মার্চ ২০২২-এর মধ্যে, কেউ তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ২.০৩ লক্ষ টাকা তুলে নিয়েছে। তাঁর কাছে না এসেছে কোনও ওটিপি, না এসেছে কোনও মেসেজ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Twitter)