এর আগে দিল্লি সরকারের পরিকল্পনা ছিল, সরকারি স্কুলের শিক্ষকদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হবে। সেখানে সঠিকভাবে কোভিড নীতি মানা হচ্ছে কিনা, তার তদারকি ও প্রণয়নের দায়িত্বে থাকবেন শিক্ষকরা।
1/5সরকারি স্কুল শিক্ষকদের বিমানবন্দরে পাঠানো হবে। সেখানে 'কোভিড ডিউটি'-তে নিযুক্ত হবেন তাঁরা। আগামী ১-১৫ জানুয়ারি দিল্লির স্কুলগুলিতে শীতের ছুটি পড়ছে। আর এই সময়ে শিক্ষকদের কাজে লাগানোর পরিকল্পনা করেছিল দিল্লি সরকার। তবে ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই এই নীতি প্রত্যাহার করা হল। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
2/5মঙ্গলবার জেলা বিপর্যয় মোকাবিলা দফতর তাদের আগের নির্দেশিকা 'উইথড্র' করে একটি বিবৃতি দেয়। তাঁরা জানিয়েছেন, প্রয়োজন হলে সিভিল প্রতিরক্ষা কর্মীদের দিয়ে বিমাবন্দরে কোভিড ডিউটি করানো হবে। শিক্ষকদের দিয়ে কোভিড ডিউটি করানোর পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/5এর আগে দিল্লি সরকারের পরিকল্পনা ছিল, সরকারি স্কুলের শিক্ষকদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হবে। সেখানে সঠিকভাবে কোভিড নীতি মানা হচ্ছে কিনা, তার তদারকি ও প্রণয়নের দায়িত্বে থাকবেন শিক্ষকরা। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
4/5এর জন্য বিভিন্ন সরকারি স্কুল থেকে মোট ৮৫ জন শিক্ষককে বাছাইয়ের কাজও সম্পন্ন হয়েছিল। কিন্তু আপাতত তাঁদের ছুটিই কাটাতে বলা হয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
5/5প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লিতে হাসপাতালগুলিতে কোভিড মক ড্রিল চালানো হয়। সরকারি নির্দেশমাফিক হাসপাতালগুলিকে কর্মী, ওষুধ, শয্যা ও অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত করতে বলা হয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)