1/8করোনাভাইরাসের সংক্রমণে রাশ টানতে দিল্লিতে সপ্তাহান্তে কার্ফু শুরু হতে চলেছে। দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/8শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/8দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে কার্ফুর সময় শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে। অনাবশ্যকীয় চলাচলে পুরোপুরি বিধিনিষেধ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)
4/8সপ্তাহান্তে সরকারি অফিসে 'ওয়ার্ক ফ্রম হোম' করতে হবে। বেসরকারি অফিসে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/8দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, যেভাবে বাস এবং মেট্রোর জন্য হুড়োহুড়ি পড়ছে, তাতে ১০০ শতাংশ যাত্রী ওঠার অনুমতি দেওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/8সম্প্রতি দিল্লিতে হুড়মুড়িয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। সোমবার দিল্লির স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৪,০৯৯ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। সংক্রমণের হার ৬.৪৬ শতাংশে পৌঁছে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/8আপাতত ভারতে সর্বাধিক ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্রে (৫৬৮)। তারপরই আছে দিল্লিতে। সেখানে ৩৮২ জন করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৫৭ জন সেরে উঠেছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)