বাংলা নিউজ > ছবিঘর > বিষ শ্বাস! বিশ্বের সবথেকে দূষিত ১০ শহরের মধ্যে আছে ভারতের ৩, তালিকায় কলকাতাও

বিষ শ্বাস! বিশ্বের সবথেকে দূষিত ১০ শহরের মধ্যে আছে ভারতের ৩, তালিকায় কলকাতাও

বায়ুদূষণ ঘিরে যত হইচই দিল্লি ঘিরে। অথচ শুধু দিল্লি নয়, ভারতের একাধিক শহরে বায়ুর মান মোটেও ভালো নয়। যা উঠে এলে সুইজারল্যান্ডের জলবায়ু সংক্রান্ত গোষ্ঠী 'আইকিউ এয়ার'-এর পরিসংখ্যানে। যে গোষ্ঠী রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত কর্মসূচির সহযোগী। সেই গোষ্ঠীর বায়ুর মান ও দূষণের মাত্রা ‘ট্র্যাকিং’ পরিষেবা অনুযায়ী, বিশ্বের সবথেকে দূষিত ১০ শহরের মধ্যে আছে ভারতের তিনটি শহর। দেখে নিন কোন কোন শহর সেই তালিকায় আছে।