আগামী ৩১ অক্টোবর শেষ সম্প্রচার হবে ‘দেশের মাটি’। শ্যুটিং শেষ হতেই নিজের লুক বদলে ফেললেন অভিনেত্রী শ্রুতি। চুল নিয়ে করলেন এক্সপেরিমেন্ট।
1/8চলতি মাসেই শেষ হচ্ছে স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক ‘দেশের মাটি’। এক দুর্গাপুজোয় শুরু হয়েছিলেন ধারাবাহিকের যাত্রা। আর এক দুর্গাপুজোর পর পরই এসে শেষ হচ্ছে ধারাবাহিকের পথ চলা। (ছবি ইনস্টাগ্রাম)
2/8আগামী ৩১ অক্টোবর শেষ সম্প্রচার হবে ‘দেশের মাটি’র। ইতিমধ্যে শেষ হয়েছে ধারাবাহিকের শেষ শ্যুটিং। ধারাবাহিক শেষ হওয়ার মুখে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শ্রুতি দাস। পরিবর্তন করলেন নিজের লুক।
3/8বেশ অনেকদিন ধরেই নোয়ার লুকে ছিল নায়িকা শ্রুতি দাস। নিজের সৌন্দর্যকে আরও একটু বেশি মেলে ধরতেই মায়ের সঙ্গে নিজের লুকেরও পরিবর্তন আনলেন নায়িকা।
4/8শ্রুতির বরাবরই সুন্দর লম্বা চুল। এবার সেই চুলকে কার্ল করতে দেখা গেল অভিনেত্রীকে।
5/8সোশ্যাল মিডিয়ায় সেই নতুন হেয়ার কাটের বেশ কিছু ঝলক শেয়ার করেছেন শ্রুতি।
6/8শ্রুতির নতুন হেয়ার স্টাইল দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন।
7/8শুধু নিজের নয়, মায়েরও লুক বদলে দিয়েছেন শ্রুতি। সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সেই ছবিও।
8/8শ্রুতিকে এই নতুন লুক দিয়েছেন হেয়ার স্টাইলিস্ট জলি চন্দা।