করোনায় সকলেই কোনও না কোনওভাবে প্রভাবিত হয়েছেন। ব্যাতিক্রম দেশের অতি ধনীরা। মানে যাঁরা উচ্চবিত্ত সম্প্রদায়েরও উর্ধ্বে। সম্পদ কমা তো দূর, উল্টে আরও ধনী হয়েছেন তাঁরা। এমনটাই বলছে পরিসংখ্যান।
1/5করোনা, লকডাউন... সবই সাধারণ মানুষের সমস্যা। গরিব, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, সকলেই কোনও না কোনওভাবে প্রভাবিত হয়েছেন। ব্যাতিক্রম দেশের অতি ধনীরা। মানে যাঁরা উচ্চবিত্ত সম্প্রদায়েরও উর্ধ্বে। সম্পদ কমা তো দূর, উল্টে আরও ধনী হয়েছেন তাঁরা। এমনটাই বলছে পরিসংখ্যান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স ) (Instagram )
2/5এমন কঠিন বছরেও নেই কোনও প্রভাব। ভারতে ২০২১ সালে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের(প্রায় ২২৬ কোটি টাকা) বেশি সম্পদশালীর সংখ্যা ১১% বেড়েছে। এই বিপুল পরিমাণ ধনী ব্যক্তির সংখ্যা ১৩,৬৩৭। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Instagram )
3/5বিশ্বজুড়ে এমন ধনীর সংখ্যা ৯.৩% বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে এখন ৬.১ লক্ষ মানুষের কাছে ২২৬ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস) (Instagram )
4/5অর্থাত্ ধনী ব্যক্তিরাই আরও বেশি ধনী হয়েছেন। আর করোনা পরিস্থিতিতে দরিদ্র, মধ্যবিত্তদের অবস্থা চাপে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Instagram )
5/5ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা এখন ১৪৫ জন। মার্কিন যুক্ররাষ্ট্র ও চিনের পরেই সর্বোচ্চ। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (Instagram )