1/6ফের চোখ পাকাচ্ছে করোনা। তবে এই আবহেই বক্স অফিসে সকলকে চমকে দিয়ে ঝড় তুলেছে পরাণ বন্দ্যোপাধ্যায়-দেব অভিনীত ছবি 'টনিক'। প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রেক্ষাগৃহের সব শো-এর বাইরে ঝুলছে হাউজফুল বোর্ড। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
2/6বছরের অন্যতম সেরা পারিবারিক ছবি যে 'টনিক' তা নিয়ে কোনও দ্বন্দ নেই দর্শক ও ছবি সমালোচকের মধ্যে। নবাগত পরিচালক অভিজিৎ সেন পরিচালনায় এই ছবিতে সম্পূর্ণ এক অন্য অবতারে দেখা গেছে দেব-কে। (ছবি সৌজন্যে - ফেসবুক)
3/6বক্স অফিসে '৮৩'র চোখ রাঙানির সঙ্গে 'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম' এর সাফল্যের চাপ। তবু এক ফুৎকারে সব উড়িয়ে দর্শককুল মজেছে পরাণ-দেবের 'টনিক'-এ। স্বপ্নপূরণের যে কোনও বয়স থাকে না, গল্পের এই মন্ত্রেই দর্শকের মন ছুঁয়েছে দেব অভিনীত এবং প্রযোজিত এই ছবি। আর এই ছবিতে পরাণ-দেবের বয়সের বিস্তর ফারাক থাকলেও, তাঁদের রসায়ন মন কেড়েছে সবার। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
4/6বড়পর্দায় প্রথম ইনিংসেই বাজিমাৎ করেছেন নবাগত পরিচালক অভিজিৎ সেন (ডান দিকে)। রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের '৮৩'র সুবাদে প্রথম প্রথম বিভিন্ন প্রেক্ষাগৃহে শো কম পাওয়া নিয়ে মনখারাপ করেছিলেন দেব। তবে ছবি সাফল্যে দেখে প্রতিদিন মাল্টিপ্লেক্সেও শো বেড়ে চলেছে। আপাতত তাই বেশ খুশি 'টনিক' এর টিম।
5/6টনিক-এর সাফল্যের পরে ফের একবার পরিচালক অভিজিৎ সেনের পরিচালনায় অভিনয় করবেন দেব। ছবি নাম 'প্রজাপতি'। নতুন বছরের প্রথম দিনেই নেট,মাধ্যমে নিজেই একথা ঘোষণা করলেন দেব। বড়পর্দায় অভিজিৎ দেব জুটির ম্যাজিক দেখার জন্য এখন থেকেই যে মুখিয়ে থাকবে দর্শককুল, সে আর নতুন কী!
6/6আরও একটি ছবিতে দেখা গেল তিস্তা নদীর তীরে 'টনিক' এর সহ প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দেব। অর্থাৎ 'প্রজাপতি' ছবিরও অন্যতম প্রযোজক হিসেবে যে থাকছেন অতনু, একথা পরিষ্কার। দেব জানিয়েছেন চলতি বছরের ২৩শে ডিসেম্বর বড়পর্দায় 'প্রজাপতি' নিয়ে হাজির হবেন তাঁরা। অর্থাৎ গত বছরে ছিল 'টনিক' এবং এই বছরে অনুরাগীদের তাঁর জন্মদিনের রিটার্ন গিফটের নাম 'প্রজাপতি'।