‘কিশমিশ’-এর প্রচারে গোটা টিম নিয়ে ‘দিদি নম্বর ১’-এ দেব-রুক্মিণী। আর সেখানে উপহার নিয়ে হাতাহাতি করলেন তারকারা।
1/5‘কিশমিশ’ ছবির প্রচারে ‘দিদি নম্বর ১’-এ দেখা মিলল ছবির গোটা টিমের। তবে সেখানে যা হল তা যেন আরেক ইতিহাস! এই প্রথম গিফট নিয়ে হল মারামারি। এই যেমন এখানে অঞ্জনা বসু প্রশ্ন করছেন রচনাকে, ‘আমার যা ইচ্ছে নিতে পারি? আলমারিও নিতে পারি?’
2/5ছবি মুক্তি পেতে আর দিনকয়েক বাকি। রুক্মিণী মিত্র তো বলেই বসলেন যেখানে মন্দির পাচ্ছেন হাত জোর করছেন, যাতে ‘কিশমিশ’ সফল হয়।
3/5দেখুন কীভাবে উপহার নেওয়া নিয়ে চলল হুড়োহুড়ি। বোঝাই যায় ‘দিদি নম্বর ১’-এ এসে জমিয়ে উপভোগ করেছেন তারকারা। মাঝে এই গেম শো-র একটা সিজন সঞ্চালনা করেছিলেন জুন মালিয়া। সেই নিয়ে কটাক্ষ করে দেব বলেন, ‘জুনদি তোমার কী হিংসে হচ্ছে’!
4/5রচনার এসব দেখে আক্ষেপ, ‘সব লুটেপুটে নিয়ে নিল এরা’! হাসি আটকাতেই পারছিলেন না তিনি। এরকম ধামাকেদার এপিসোড বহুদিন দেখা যায়নি।
5/5আর এসব দেখে দেবের কথা, ‘এরকম হ্যাংলা ফ্যামিলি কেউ দেখেনি’। ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫টায় দেখা যাবে ‘কিশমিশ’ পরিবারকে ‘দিদি নম্বর ১’-এ।