নাচের রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর ৩ নম্বর সিজনের বিচারক হয়ে টেলিভিশনে পা রাখলেন দেব-বান্ধবী রুক্মিণী মৈত্র। শুনুন কাছের মানুষটার টেলিভিশন যাত্রা নিয়ে কী বললেন ‘পাগলু’ অভিনেতা।
1/5প্রথমবার টিভিতে প্রথমবার কাজ করতে চলেছেন রুক্মিণী মৈত্র। আর নতুন এই জার্নিতেও সঙ্গে আছেন দেব। ডান্স ডান্স জুনিয়ারের বিচারকের আসনে বসবেন এই জুটি। সঙ্গে থাকছেন মনামীও। চলতি শনি-রবি থেকেই শুরু হচ্ছে নাচের এই রিয়েলিটি শো।
2/5রুক্মিণীর নাচের শো-র বিচারক হওয়া নিয়ে দেব জানান, তিনি নাকি চানইনি বান্ধবী নাচের শো-র বিচারকের আসনে সামিল হন। এমনকী, নির্মাতাদেরও নাকি সেকথা বলেছিলেন। কী অবাক হলেন তো, আসলে দেব মজা করতেই এমনটা বলেছিলেন প্রথমে সকলকে। তারপর হেসে ফেলে জানান কীভাবে এই শো-তে এলেন ‘কিশমিশ’ নায়িকা।
3/5তারপর দেব জানান, স্টার জলসা চ্যানেলের তরফে রুক্মিণীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছিল। দেব পরিষ্কার জানিয়েছিলেন, চ্যানেল যদি রুক্মিণীকে রাজি করাতে পারে তাহলে তাঁরও কোনও সমস্যা নেই। দেব জানান, নিজের যোগ্যতায় এই চেয়ারে বসেছেন রুক্মিণী, এই কারণে নয় যে তিনি ‘দেবের বান্ধবী’।
4/5২০১৭ সালে রুক্মিণী মৈত্র টলিউডে পা রাখেন দেবের হাত ধরে ‘চ্যাম্প’ দিয়ে। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ ছবিতে একসঙ্গে কাজ করেন। সঙ্গে ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে কাজ করেছেন রুক্মিণী আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিদ্যুৎ জামালের সঙ্গে ‘সনক’-এ কাজ করে বলিউডেও পা রেখে ফেলেছেন তিনি। ‘কিশমিশ’ ৬ নম্বর ছবি এই লাভবার্ডসের।
5/5আসলে দেব-রুক্মিণীর সম্পর্ক এখন টলিউডের ওপেন সিক্রেট। প্রেমে হ্যাঁ যেমন বললেনি, তেমন না-ও বলেননি কখনও তাঁরা। এতদিন চরিত্রের খোলসে দর্শকদের সামনে আসতেন তাঁরা, তবে এবার আসবেন স্ব-ভূমিকায়। দুজনের রসায়ন দেখতে অধীরে অপেক্ষা করে আছেন দুই তারকার ভক্তরা।