বাংলা নিউজ >
ছবিঘর >
স্বামী এবং সৎ মেয়েকে নিয়ে মলদ্বীপে দারুণ সময় কাটছে দিয়ার, দেখুন ছবি
স্বামী এবং সৎ মেয়েকে নিয়ে মলদ্বীপে দারুণ সময় কাটছে দিয়ার, দেখুন ছবি
Updated: 30 Mar 2021, 05:10 PM IST
লেখক Priyanka Bose
সৎ মেয়ে সামাইরাকে সঙ্গে নিয়ে বৈভবের সঙ্গে হানিমুনে মলদ্বীপ পাড়ি দেন দিয়া।
1/10বিয়ের পর স্বামী বৈভব রেখির সঙ্গে মলদ্বীপে হানিমুন কাটাচ্ছেন অভিনেত্রী দিয়া মির্জা। সঙ্গে রয়েছে ন সৎ কন্যা সামাইরা। স্বামী এবং মেয়েকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন দিয়া। (ছবি ইনস্টাগ্রাম)
2/10৩৯ বছর বয়সী অভিনেত্রী মলদ্বীপ ট্যুরের একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
3/10কখনো স্বামী বৈভবের সঙ্গে আবার কখনো মেয়ে সামাইরার সঙ্গে মলদ্বীপ থেকে ছবি পোস্ট করছেন দিয়া।
4/10সাদা ম্যাক্সি পোশাকের সঙ্গে মাথায় গ্রীষ্মের জন্য টুপি পরে ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে দিয়া জানিয়েছেন, তপ্ত রোদে নির্জন দ্বীপে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি।
5/10ছবিগুলো তুলেছেন স্বামী বৈভব রেখি। সেই কথা ক্যাপশনে জানাতে ভোলেননি দিয়া।
6/10প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী দিয়া মির্জা এবং ব্যবসায়ী বৈভব রেখি। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের সাদামাটা বিয়ের অনুষ্ঠান।
7/10দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় দিয়া-বৈভবের সাদামাটা বিয়ের অনুষ্ঠান। বিয়েতেও হাজির ছিল বৈভবের প্রথমপক্ষের মেয়ে সামাইরা।
8/10শুধু তাই নয়, দিয়ার হাত ধরে মন্ডপে হাজির হয় সামাইরা। দিয়ার স্বামী বৈভব রেখি ও তাঁর প্রথম স্ত্রী , ফিটনেস কোচ সুনয়নার মেয়ে সামাইরা।
9/10মলদ্বীপ ট্যুরে গিয়ে মেয়ে সামাইরার একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন দিয়া।
10/10নির্জন দ্বীপে পরিবারের সঙ্গে বেশ ভালোই সময় কাটছে দিয়ার। ছবি দেখে কার্যত তা স্পষ্ট।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.