Updated: 23 Aug 2021, 10:47 AM IST
লেখক Priyanka Bose
দিয়ার একরত্তি ছেলে আভ্যানের প্রথম রাখি বন্ধন। ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
1/6বাড়ির রাখি উদযাপন করলেন দিয়া মির্জা। একরত্তি ছেলে আভ্যান এবং সৎ মেয়ে সামাইরা নিয়ে রাখি বন্ধন উৎসবে মাততে দেখা যায় প্রাক্তন মিস এশিয়া প্যাসিফিককে। (ছবি ইনস্টাগ্রাম)
2/6সামাজিক মাধ্যমে ছেলে-মেয়ের রাখি উদযাপনের একাধিক ছবি শেয়ার করেন দিয়া। সামাইরা-অভ্যানের হাতে রাখি বাঁধছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের প্রথম রাখি বন্ধন। আমরা একে অপরকে ভালবাসব এবং রক্ষা করব’।
3/6আভ্যানের ছোট ছোট হাত দিদি সামাইরার হাত ধরে রয়েছে রাখি পরার পর। ছেলে ও মেয়ের একসঙ্গে ছবি শেয়ার করলেন দিয়া।
4/6রাখির দিন গোটা পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন দিয়া। এদিন সকলে হলুদ রঙের পোশাক পরেছিলেন।
5/6অভিনেত্রী নিজের, স্বামী বৈভব রেখি এবং মেয়ের ছবি শেয়ার করে লেখেন, ‘আমার হলুদ পরিবার’।
6/6১৪ই মে ছেলের জন্ম দিয়েছেন প্রাক্তন মিস এশিয়া প্যাসিফিক। দিয়া ও বৈভব ছেলের নাম রেখেছেন আভ্যান আজাদ রেখি (Avyaan Azaad Rekhi)। প্রায় ৩ মাস পর প্রথমবার ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।