চার বছর পুরোনো অনুষ্কার সবুজ বেনারসি-চান্দেরি শাড়িতে সাজলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডুপ্লেসির ‘সেক্সি’ বউ? শোরগোল নেটপাড়ায়।
1/6মার্চ মাসে অস্ট্রেলিয়ায় বিয়ের পর্ব সেরেছিলেন তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। গত ২৭শে এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর সতীর্থদের জন্য মুম্বইয়ে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন এই অজি তারকা। সেখানে হাজির ছিলেন সস্ত্রীক বিরাট কোহলি, দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিরা। বিয়েতে পুষ্পার গানে বিরাটের নাচ ছাড়াও চর্চায় থাকল আরও একটা বিষয়।
2/6প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসি এদিন সপরিবারে ভারতীয় পোশাক সেজে হাজির হয়েছিলেন। ভিনি ও ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে ফাফের সুন্দরী স্ত্রী ইমারি ভিসেরকে পাওয়া গেল সবুজ রঙা চান্দেরি শাড়িতে। তবে ঈগল চোখওয়ালা অনুষ্কা ফ্যানেরা দেরি করেনি এই শাড়িটি চিনে নিতে।
3/6২০১৮ সালে প্রিয়দর্শিনী অ্যাকাডেমি গ্লোবাল অ্যাওয়ার্ডের মঞ্চে হুবহু একই চান্দেরি বেনারসি শাড়িতে সেজেছিলেন অনুষ্কা শর্মা। ইমারির লুক দেখে তা সহজেই ধরে ফেলেছেন অনুষ্কা ভক্তরা।
4/6ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে যে সবুজ-সোনালি বেনারসি চান্দেরি সিল্ক শাড়ি পরেছিলেন ইমারি, তাঁর জরি বর্ডার থেকে শুরু করে ভিতরের কাজ- পুরোটাই অনুষ্কার মতো। তাই ফ্যানেদের প্রশ্ন, তবে কি ইমারিকে নিজের পুরোনো শাড়ি ধার দিয়েছেন অনুষ্কা?
5/6সেই প্রশ্নের উত্তর তো একমাত্র অনুষ্কা আর ইমারি-ই দিতে পারবেন। তবে ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে ভারী সুন্দর দেখিয়েছে অনুষ্কাকেও। বিরাট ঘরণী ওইদিন সেজেছিলেন গোলাপি রঙা সালোয়ার কামিজে। সঙ্গে খোলা চুল, ঝোলা দুল আর মানানসই মেকআপে অসামান্যা অনুষ্কা।
6/6ইমারি ভিসের দক্ষিণ আফ্রিকার সাংসদের মেয়ে। যদিও নিজে রাজনীতি থেকে রয়েছেন কয়েক হাত দূরে। সমাজ কর্মী হিসাবে কাজ করেন ইমারি। আট বছর চুটিয়ে প্রেম করবার পর ২০১৩ সালে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। তাঁদের দুই সন্তান রয়েছে।