Manu Bhaker on Rosogolla: 'বাংলা না বুঝলেও রসগোল্লাটা বুঝে গিয়েছি', লাল-পাড় সাদা শাড়িতে মনু যেন বাঙালি!
Updated: 06 Oct 2024, 05:54 PM ISTদুর্গাপুজোর প্রাক্কালে জীবনে প্রথমবার কলকাতায় এলেন মনু ভাকের। আর তাতেই একেবারে বাঙালি হয়ে উঠলেন। পুজোর সময় বাঙালিরা যেমন লাল-পাড়, সাদা শাড়ি পরেন, ঠিক সেই শাড়িতেই শ্রীভূমিতে আসেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী। সেখানে খুদেদের টিপসও দেন।
পরবর্তী ফটো গ্যালারি