Digital Rupee: গত বেশ কয়েক বছর ধরেই কেন্দ্রীয় ব্য... more
Digital Rupee: গত বেশ কয়েক বছর ধরেই কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা নিয়ে ভাবনাচিন্তা করছে। ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক বিটকয়েনের মতো প্রাইভেট ক্রিপ্টোকারেন্সির জন্য বর্তমানে এর বিপুল চাহিদা ও প্রয়োজনীয়তা রয়েছে।
1/7মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ থেকে ডিজিটাল মুদ্রার প্রথম পাইলট উদ্যোগ শুরু করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগামিকাল থেকেই সরকারি সিকিউরিটির লেনদেনের জন্য এটি চালু করা হবে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/7পাইলটের উদ্যোগের মাধ্যমে, এই প্রথম দেশের নিজস্ব, নিয়ন্ত্রিত ডিজিটাল মুদ্রার প্রচলন করা হচ্ছে। সরকারি সিকিউরিটির বাজারে এই নয়া লেনদেনের উপায় মিলবে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
3/7মোট নয়টি ব্যাঙ্ক - স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এইচএসবিসি-কে এই পাইলট উদ্যোগে অংশগ্রহণের জন্য চিহ্নিত করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/7RBI জানিয়েছে, ডিজিটাল রুপির এই প্রথম পাইলটের দ্বিতীয় ধাপে, খুচরা সেগমেন্টে নির্দিষ্ট সংখ্যক গ্রাহক এবং মার্চেন্টদের মধ্যে চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে ডিজিটাল মুদ্রার বাস্তব ক্ষেত্রে সমস্যার দিকগুলি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/7গত বেশ কয়েক বছর ধরেই কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা নিয়ে ভাবনাচিন্তা করছে। ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক বিটকয়েনের মতো প্রাইভেট ক্রিপ্টোকারেন্সির জন্য বর্তমানে এর বিপুল চাহিদা ও প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণেই বিশ্বজুড়ে বহু দেশেই কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি প্রবর্তনের বিষয়ে ভাবনা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
6/7গত ২০২০ সালেই সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC)-র সম্ভাবনা অধ্যয়ন করতে বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠন করে RBI। ডিজিটাল রুপি-র পুরোদমে প্রচলনের পরিকল্পনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। RBI-এর এই পাইলটের উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। (ছবি সৌজন্য পিটিআই) (REUTERS)
7/7তবে এর সঙ্গে ক্রিপ্টোকারেন্সিকে গুলিয়ে ফেললে ভুল করবেন। ক্রিপ্টোকারেন্সির মতো অনিয়ন্ত্রিত ক্ষেত্রে সমর্থন নেই আরবিআই-এর। (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)