রেশন দোকান থেকে কেরোসিন তেল তোলেন? তাহলে সাবধান। আগামী জুন থেকে এই নথি না থাকলে পারবেন না কেরোসিন তুলতে। জেনে নিন বিস্তারিত -
1/7ডিজিটাল রেশন কার্ড নেই? তাহলে আগামী জুন থেকে কেরোসিন তেল। এমনই সিদ্ধান্ত নিল রাজ্যের খাদ্যের দফতর। (ছবিটি প্রতীকী)
2/7খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, ডিজিটাল কার্ড ছাড়া আগামী জুন থেকে রাজ্যে কেরোসিন তেল মিলবে না। শুধুমাত্র দার্জিলিঙে সেই নিয়মে ছাড় দেওয়া হয়েছে। কাগজের রেশন কার্ড দিয়েই সেখানে কেরোসিন তোলা যাবে। (ছবিটি প্রতীকী)
3/7সূত্রের খবর, আপাতত রাজ্যের ১৬ লাখ মানুষের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই। তাঁদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, সল্টলেক, দার্জিলিঙের বাসিন্দা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/7আপাতত মাসে কার্ডপিছু ১৫০ মিলিমিটার কেরোসিন পাওয়া যায়। জুন থেকে তা বন্ধ হয়ে যাবে। তবে ডিজিটাল রেশন কার্ডে বেশি তেল পাওয়া যায়। ৫০০ মিলিমিটার কেরোসিন পাওয়া যায়। (ছবিটি প্রতীকী, কে রাজ/হিন্দুস্তান টাইমস)
5/7এমনিতে আপাতত ডিজিটাল কার্ড না থাকলে রাজ্যে খাদ্যশস্য পাওয়া যায় না। ডিজিটাল কার্ড থাকলে তবেই চাল, গম, ডাল পাওয়া যায়। (ছবিটি প্রতীকী, রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)
6/7তবে রাজ্যের সিদ্ধান্তে সন্তুষ্ট নন কেরোসিন ডিলারদের রাজ্য সংগঠন। ওই সংগঠনের বক্তব্য, রেশন কার্ডধারীদের অনেকেই স্রেফ কেরোসিন তোলেন। তাই তাঁরা ডিজিটাল রেশন কার্ড করিয়ে নেননি। নয়া নিয়মে তাঁরা সমস্যায় পড়বেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)
7/7যদিও খাদ্য দফতরের দাবি, কাগজের রেশন কার্ডে পুরো কোটার কেরোসিন পাওয়া যাচ্ছে না। ডিজিটাল রেশন কার্ডে বেশি কেরোসিন মিলবে। সেইসঙ্গে বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)