একটা ভুল ফোনকল। আর তরুণ দম্পতির জীবনে জড়িয়ে পড়েন পরাণ বন্দ্যোপাধ্যায়। শুরু হল পরিচালক শমীক রায়চৌধুরীর ‘বেলাইন’এর শ্যুটিং।
1/9পরিচালক শমীক রায়চৌধুরীর আসন্ন ছবি ‘বেলাইন’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া। সোমবার থেকে শুরু হয়েছে ছবি শ্যুটিং। সম্পর্কের জটিলতা নিয়ে ছবির গল্প।
2/9ছবি সম্পর্কে হিন্দুস্তান টাইমস বাংলাকে পরিচালক জানিয়েছেন, ‘দুটো ঘরানার ছবি। তবে আমি চেষ্টা করেছি পুরো ছবিটার ওপর দর্শকের দৃষ্টি আকর্ষণ থাকে। গল্প যত এগোবে প্রতি পরতে পরতে একটা নতুন আশ্চর্য বেরিয়ে আসবে’।
3/9ছবিতে এক বয়স্ক লোকের চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে একটি ভুল নম্বরে ফোন আসে। ফোনের মাধ্যমে সেই যুবতীর জীবন বুঝতে পারেন বৃদ্ধ।
4/9পরিচালক জানিয়েছেন, ফোনের মাধ্যমে পরাণ বন্দ্যোপাধ্যায় যা শুনতে পাচ্ছেন, সেটাই দর্শক দেখতে পারবে।
5/9এক তরুণ দম্পতির চরিত্রে অভিনয় করছে শ্রেয়া এবং তথাগত। তাঁদের সম্পর্ক দিন দিন বিষিয়ে উঠেছে। সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে গল্পে।
6/9প্রথমে ফোন থেকে ধীরে ধীরে মানুষ দুটোর জীবনের সঙ্গে জড়িয়ে পড়েন বয়স্ক সেই ব্যক্তি।
7/9কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিতে শ্রেয়ার অভিনয় দেখেছে দর্শক। 'সাঁঝবাতি' ছবিতে দেবের বোনের চরিত্রে অভিনয় করেছে সে।
8/9মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে বহুদিন যুক্ত ছিলেন পরিচালক শমীক রায় চৌধুরী। এর আগে ‘ডি মেজর’ তাঁর ছবি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।
9/9খুব তাড়াতাড়ি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘বেলাইন'।