নতুন বছরে ঋষভ-ঐশ্বর্যের জুটি নিয়ে আসছেন ‘একলা ঘর’। পরিচালক সৌম্যজিত-এর কথায়, ভালোবাসা ও স্যাক্রিফাইসের গল্প নিয়ে এই ছবি।
1/6নতুন বছরে দর্শকদের উপহার দিতে মুক্তি পেতে চলেছে পরিচালক সৌম্যজিত আদকের নতুন ছবি। নাম 'একলা ঘর'। দুই মুখ্য চরিত্রে অভিনয় করছন রিষভ বসু এবং ঐশ্বর্য সেন।
2/6এছাড়াও ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নিকিতা ধামিজা, হিয়া রায়, সমর দাস প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে হোয়াইট ফেদার্স সংস্থার কর্ণধার প্রদীপ বাজাজ।
3/6পরিচালনার পাশাপাশি ছবির কাহিনিও লিখেছেন সৌমজিত। ছবির সংলাপ এবং দৃশ্য সজ্জায় সমীর কৌশিক। হিন্দুস্তান টাইমস বাংলাকে পরিচালক সৌম্যজিত জানিয়েছেন, ‘একলা ঘর ভালোবাসা এবং ত্যাগের গল্প। স্যাক্রিফাইস করা সত্ত্বেও যে ভালোবাসাকে বাঁচিয়ে রাখা যায়, ভালোবাসা মানেই সবকিছু পাওয়া নয়। কিছু হারানোর মধ্যেও ভালোবাসা থাকে, সেই গল্পই 'একলা ঘর'এর গল্প'।
4/6তিনি আরও বলেন, ‘এখানে আমরা নব্বই দশকের গল্প দেখতে পাব। কারণ তখনকার দিনে ভালোবাসার মাধ্যমটা একটু আলাদা ছিল। এই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এসব থেকে অনেকটা দূরে গিয়ে, এমনকি মোবাইল ফোনও ততটা ছিল না। তাই ভালোবাসার প্যাটার্নটা অনেকটা আলাদা ছিল’।
5/6নব্বইয়ের দশকের সঙ্গে বর্তমান সময় কীভবে সংযুক্ত সেটাই ফুটে উঠবে ছবিতে। দুই পর্যায়ের গল্প বলবে একলা ঘর। তাই কাজটা নিয়ে পরিচালক নিজেও খুব আশাবাদী।
6/6নভেম্বরে মুক্তি পেয়েছিল পরিচালক সৌম্যজিত আদকের ছবি 'অল্প হলেও সত্যি'। সেখানেও অভিনয় করেছিলেন রিষভ বসু। নতুন বছরে ফের নতুন চমক রাখতে চলেছেন সৌম্যজিত।