২০২০ সালে ভারতে লাগু হয়েছিল বিপর্যয় মোকাবিলা আইন। এরপর গত দুই বছরে বিভিন্ন সময়ে কখনও বেড়েছে সংক্রমণের গ্রাফ আবার কথনও কমেছে করোনা। তবে টানা লাগু থেকেছে বিপর্যয় মোকাবিলা আইন। তবে এই আইন লাগু হওয়ার দুই বছর পর প্রত্যাহার করা হচ্ছে বিপর্যয় মোকাবিলা আইন।
1/4পরিস্থিতির সামগ্রিক উন্নতি এবং মহামারী মোকাবিলায় সরকারের প্রস্তুতির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাস রোগ (কোভিড -১৯) নিয়ন্ত্রণের জন্য বিপর্যয় মোকাবিলা আইনের বিধান প্রত্যাহার করেছে।
2/4কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইন প্রত্যাহার করা হলেও স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শের ভিত্তিতে ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকছে।
3/4গত সাত সপ্তাহ ধরে করোনা সংক্রমিতের দৈনিক সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। দেশে বর্তমানে মোট কেসলোড মাত্র ২৩.৯১৩-এ দাঁড়িয়ে আছে। বর্তমানে দৈনিক পজিটিভিটির হার ০.২৮ শতাংশে নেমে এসেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি লিখে বিপর্যয় মোকাবিলা আইনের বিধান প্রত্যাহারের কথা জানান। ৩১ মার্চ থেকে এই আইন আর লাগু থাকবে না দেশে।
4/4স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ১ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ৬২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷