হোয়াইট হাউজের ইতিহাসে সর্বকালের বৃহত্তম দিওয়ালি স... more
হোয়াইট হাউজের ইতিহাসে সর্বকালের বৃহত্তম দিওয়ালি সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হল সোমবার। বাইডেন প্রশাসনের সেই অনুষ্ঠানে স্বভাবতই উপস্থিত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাছাড়া বেশ কয়েকজন ভারতীয় আমেরিকান উপস্থিতি ছিলেন হোয়াইট হাউজের দিওয়ালি উদযাপনে।
1/4আলোর উৎসব উপললক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং সারা বিশ্বের এক বিলিয়নেরও বেশি হিন্দু, জৈন, শিখ এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ দিওয়ালির শুভেচ্ছা জানান বাইডেন। দীপাবলি উদযাপনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতির অংশ করে তোলার জন্য এশিয়ান আমেরিকান সম্প্রদায়কে ধন্যবাদ জানান বাইডেন। কোভিড আবহে মার্কি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলির ভূমিকা তুলে ধরেন বাইডেন।
2/4জো বাইডেন বলেন, ‘আমরা আপনাকে স্বাগত সম্মানিত। হোয়াইট হাউজে প্রথমবার এত বড় করে দিওয়ালি সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দেশে এখন আগের চেয়ে অনেক বেশি এশিয়ান আমেরিকান রয়েছেন। দিওয়ালি উদযাপনকে আমেরিকান সংস্কৃতির একটি আনন্দময় অংশ করে তোলার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই।’ (ছবি - হোয়াইট হাউজ)
3/4এদিকে দিওয়ালি প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, ‘গোটা বিশ্বে একশো কোটি মানুষ দিওয়ালি উদযাপন করছেন। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উত্থানকে উদযাপন করছি এই উৎসবের মাধ্যমে। এই উৎসবে অন্ধকার সরিয়ে জয়ী হবে আলো। সকলের মধ্যে ছড়িয়ে পড়বে জ্ঞানের আলো।’
4/4২০০ জন ভারতীয়কে হোয়াইট হাউজের দিওয়ালি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সোমবার। অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা ভারতীয় পোশাক পরে ছিলেন। পার্টিতে আগত সবাইকে নিজের সেতারের সুরে মুগ্ধ করেন ঋষভ শর্মা। পার্টিতে ভারতীয় খাবারও পরিবেশন করা হয়।