গরমকাল আর বর্ষাকালে ঘরে মাকড়ার উৎপাত বেড়ে যায়। কোনও রাসায়নিক স্প্রে না করেই এদের তাড়ানো সম্ভব। জেনে নিন, কীভাবে।
1/9গরমে আর বর্ষায় অনেকের বাড়িতেই মাকড়সার খুব উৎপাত হয়। এই মাকড়সা বাড়িতে একবার থাকতে শুরু করলে ডিম পেড়ে দ্রুত বংশবৃদ্ধি করতে থাকে। কিন্তু মাকড়সা তাড়ানোও নেহাত সহজ কথা নয়।
2/9মাকড়সা তাড়ানোর জন্য বাজারে নানা ধরনের কীটনাশক স্প্রে পাওয়া যায়। সেগুলি সকলের স্বাস্থ্যের জন্য ভালো নয়। অনেকেরই সেগুলিতে নানা সমস্যা হয়। বিশেষ করে বাড়িতে শিশু থাকলে, তাদের এই স্প্রেত সমস্যা হতে পারে।
3/9একেবারে প্রাকৃতিক উপায়ে কোনও রাসায়নিক ব্যবহার না করেও এদের তাড়ান সম্ভব। জেনে নিন, কীভাবে।
4/9মাড়সা সাধারণত ঘরেরে কোণে বাসা বাঁধে। এই কোণগুলি পরিষ্কার রাখুন। তাতে মাকড়সার উৎপাত কমবে।
5/9মাকড়সা দেখলে পেলে জলে খানিকটা লেবু রস মিশিয়ে নিন। তার পরে সেটি স্প্রে করার বোতলে ভরে মাকড়সার জালে স্প্রে করুন। মাকড়সা এলাকা ছেড়ে পালাবে।
6/9জলে অল্প ভিনিগার মিশিয়েও মাকড়সার জালে স্প্রে করতে পারেন। তাতেও এলাকা ছেড়ে পালাবে এটি।
7/9এটি মাকড়সা তাড়ানোর মোক্ষম দাওয়াই। জলে কিছু হলুদ গুলে নিন। সেই হলুদ-জল বোতলে ভরে নিন। তার পরে মাকড়সা দেখতে পেলে সেটি স্প্রে করুন। তাতে মাকড়সা এলাকা ছেড়ে পালাবে।
8/9মাকড়সার উৎপাত প্রচণ্ড বেড়ে গেলে, তখন আর কিছু করার থাকে না। সেক্ষেত্রে ঘরের দেওয়ালে নতুন করে রং করতে হয়। তাতে রঙের গন্ধে মাকড়সা এলেকা ছেড়ে পালায়।
9/9মনে রাখবেন, বর্ষায় ঘরের দেওয়ালে ড্যাম্প ধরলে সেখানে মাকড়সার বাসা বেশি হয়। ফলে ড্যাম্প ধরা জায়গা পরিষ্কার রাখুন। তাতে মাকড়সা বাসা বাঁধতে পারবে না।