বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লেহেঙ্গা পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাট, সেই লেহেঙ্গার মূল্য জানেন?
1/6রুপোলি পর্দায় কনের সাজে বরাবর মোহময়ী তিনি। কিন্তু বিয়ের দিন ঠিক কেমন সাজবেন ক্যাটরিনা, সেই নিয়ে কৌতুহল ছিল সব্বার মনে। জীবনের খাস দিনটিতে বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কারুকার্চ করা লাল লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাট। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6হাতে বোনা মটকা সিল্কের এই লাল লেহেঙ্গা, যার পাড়ে সূক্ষ্ম এমব্রয়ডারি করা জারদৌসী মখমলের কাজ। ক্যাটরিনার মাথার ওড়নাটি তৈরি হয়েছে সোনার পাত দিয়ে। পঞ্জাবি বাড়ির বউমা হলেন এই ব্রিটিশ অভিনেত্রী। তবে শ্বশুরবাড়ির ঐতিহ্য আর পরম্পরাকে নিজের বিয়ের সাজে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ক্যাটরিনা। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6স্বপ্নের মতো বিয়ে, আর বহু পুরুষ মনের স্বপ্ন সুন্দরী ক্যাটরিনা কনের বেশে! জানেন কি বিয়ের দিন যে লেহেঙ্গায় সাজলেন ক্যাটরিনা তাঁর দাম কত? সূত্রের খবর ক্যাটরিনার এই বিয়ের লেহেঙ্গার দাম ১৭ লক্ষ টাকা! হ্যাঁ, বহু মধ্যবিত্তের বিয়ের বাজেটকেও ছাপিয়ে যাবে ক্যাটরিনার এই বিয়ের লেহেঙ্গার দাম। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6শুধু লেহেঙ্গাই নয়, এই ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কালেকশনের গয়নাতেই সেজেছিলেন ক্যাটরিনা। গলায় কুন্দনের হার, হাত চূড়া, কলিরে, মাথাপট্টি, বিরাট নথ- ‘সব্যসাচী ব্রাইড’ হিসাবে সাজে খুব বেশি চমক আনতে না পারলেও দুর্দান্ত লাগল ক্যাটরিনাকে। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6অভিনেত্রীর হাতের সাবেকি চূড়া, কলিরে (পঞ্জাবি কনেরা হাতে পরেন এমন অলঙ্কার) সবার চোখ টেনেছে। পিঙ্কভিলা সূত্রে খবর, ক্যাটরিনার হাতের কলিরে বিশেষভাবে ডিজাইন করেছেন রাহুল লুথরা এবং মৃণালিনী চন্দ্র। স্টাইলিং-এর ভার ছিল কনের বান্ধবী অনিতা শ্রফের উপর। ক্যাটরিনার হাতের বালা থেকে যে কলিরে-র ঝুলছিল, সেগুলোর প্রত্যেকটিতে প্রায় ৬-৭টি পায়রা ছিল, চূড়ার সামনে পরা এই কলিরে-তে Cleo, Elysian-এর মতো শব্দ খোদাই করা ছিল যা বাইবেল থেকে ধার করা। আর এই গোটা ভাবনাটাই ক্যাটরিনার। নিজের ক্যাথলিক ধর্মবিশ্বাসকে এইভাবে বিয়ের মধ্যে জুড়ে নিলেন ক্যাটরিনা।
6/6অন্যদিকে ক্যাটরিনার বিয়ের আংটি এবং মঙ্গলসূত্রের দাম নিয়েও চর্চা কম হচ্ছে না। টিফানি অ্যান্ড কোং-র সোলেস্টে এনগেজমেন্ট রিং-এর মূল্য ঝলমল করেছে ক্যাটের হাতে। যাার দাম ৯ হাজার ৮০০ ডলার, ভারতীয় মুদ্রায় দাম কমবেশি ৭ লক্ষ ৪১ হাজার টাকা। আংটির মাঝের নীল হিরেটি কুসন আকারের, চারপাশে ছোট ছোট সাদা হিরে দিয়ে মোড়া এই প্ল্যাটিনাম রিং। অন্যদিকে ক্যাটরিনার গলায় যে হিরের মঙ্গলসূত্র পরিয়েছেন ভিকি, তার মূল্য ৫ লক্ষ টাকা!