রাঘব-পরিণীতির প্রেমটা যেন সাম্প্রতিক সময়ে হঠাৎ করে... more
রাঘব-পরিণীতির প্রেমটা যেন সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই সামনে এসেছে। যদিও রাঘব ও পরিণীতি একে অপরকে চিনতেন বহুবছর ধরে। সেকথা হয়ত অনেকেরই জানা।
1/8শনিবারই নয়া দিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। রাঘবের জীবনে মিলেমিশে একাকার হয়েছে রাজনীতি ও পরিণীতি। যদিও নিজেদের সম্পর্কের বিশেষ খোলসা করেননি রাঘব কিংবা পরিণীতি।
2/8রাঘব-পরিণীতির প্রেমটা যেন সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই সামনে এসেছে। যদিও রাঘব ও পরিণীতি একে অপরকে চিনতেন বহুবছর ধরে। সেকথা হয়ত অনেকেরই জানা।
3/8সংবাদ সংস্থা এএনআই-সূত্রে খবর, পরিণীতি এবং রাঘব লন্ডনে একসঙ্গে পড়াশোনা করতেন। তাঁরা দীর্ঘদিনের বন্ধু। রাঘব লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছেন। আর পরিণীতি ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফাইন্যান্স এবং অর্থনীতিতে ট্রিপল অনার্স ডিগ্রি রয়েছে পরিণীতির। ইংল্যান্ডে একসঙ্গে পড়ার সময় থেকেই তাঁদের আলাপ।
4/8জানা যায়, লন্ডনে একসঙ্গে পড়াশোনা করলেও রাঘব ও পরিণীতি প্রথমে শুধুই বন্ধু ছিলেন। পরে সেই বন্ধুত্ব প্রেমের দিকে এগিয়ে যায়।
5/8জানা যাচ্ছে, পরিণীতি ও রাঘবের প্রেমের শুরু গত বছর ফিল্ম ‘চামকিলা’র সেটে শুরু হয়েছিল। পরিণীতি তখন পাঞ্জাবে শুটিং করছিলেন, আর রাঘব পুরনো বন্ধুর সঙ্গে সেখানে তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছে যান। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, 'চামকিলা' শ্য়ুটিংয়ের সময় থেকেই তাঁরা ডেটিং শুরু করেন।
6/8গত দু'একমাসে পরিণীতি ও রাঘবকে একসঙ্গে একাধিকবার দেখা গিয়েছে, কখনও রাঘব এসেছেন মুম্বইতে, আবার কখনও পরিণীতি উড়ে গিয়েছেন দিল্লি, একসঙ্গে লাঞ্চ, ডিনার, সবই করেছেন। কখনও আবার সিনেমাও দেখেছেন একসঙ্গে।
7/8বাগদান অনুষ্ঠানের কিছুদিন আগে রাঘব-পরিণীতি একসঙ্গে আইপিএল খেলা দেখতে পৌঁছে গিয়েছিলেন, সেখানে কিছু অনুরাগী পরিণীতিকে 'ভাবি ভাবি' বলে ডাকতে শুরু করে দেন। যা শুনে বেশ লজ্জা পেতে দেখা যায় পরিণীতিকে।
8/8পরিণীতি এবং রাঘবের বাগদান অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং শিবসেনা নেতা আদিত্য ঠাকরে সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।