Mohammad Amir Love Story: রুপোলি পর্দার চিত্রনাট্যকেও হার মানাবে মহম্মদ আমিরের প্রেম কাহিনি। স্পট ফিক্সিংকাণ্ডে জড়িত আমিরের হয়ে মামলা লড়েছিলেন যে আইনজীবী, তাকেই বিয়ে করেন এই বিতর্কিত পাক ক্রিকেটার।
1/8পাকিস্তানের অন্য়তম প্রতিভাবান ক্রিকেটার হিসাবে একটা সময় উঠে আসত তাঁর নাম, পরবর্তীতে স্পট ফিক্সিং-কাণ্ডে জড়িয়ে অকালেই শেষ হয় মহম্মদ আমিরের কেরিয়ার। তবে শুধু ক্রিকেট নয়, আমিরের প্রেম কাহিনি হার মানাবে কোনও বলিউড ছবির চিত্রনাট্যকে। (ছবি-ফেসবুক)
2/8২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হন মহম্মদ আমির-সহ সলমন বাট ও মহম্মদ আসিফ। তখন কুড়ির কোঠা পার করেননি পাক পেসার। নিষেধাজ্ঞা উঠবার পর ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন আমির। তবে সেই পুরোনো ধার আর ছিল না বোলিং-এ!
3/8মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন আমির। তাঁর জীবন যতটা নাটকীয়, তার চেয়েও বেশি ফিল্মি তাঁর প্রেম কাহিনি। স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত আমিরের হয়ে মামলা লড়েছিলেন নার্জিস খান (Nargis Khatun)। নিজের আইনজীবীর প্রেমেই ক্লিনবোল্ড হন আমির। (ছবি-ফেসবুক)
4/8স্পট ফিক্সিংকাণ্ডে জড়িত আমিরের হয়ে মামলা লড়েছিলেন যে আইনজীবী, তাঁরই প্রেমেই হাবুডুবু খেয়েছেন এই বিতর্কিত পাক ক্রিকেটার। জীবনের সবচেয়ে কঠিন সময়ে একমাত্র নার্জিসকেই পাশে পেয়েছিলেন আমির। সেই হাতটা আজীবনের জন্য শক্ত করে ধরেন আমির। (ছবি-ইনস্টাগ্রাম)
5/8আমিরের হয়ে মামলা লড়বার সময় পরস্পরকে মন দিয়ে বসেন আমির ও নার্জিস। এরপর চুটিয়ে প্রেম। ছ বছর পর, আমিরের নির্বাসনের মেয়াদ পূর্ণ হওয়ার পর ‘নিকাহ’ করেন দুজনে।
6/8জন্মসূত্রে পাকিস্তানি হলেও, দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডের বাসিন্দা নার্জিস। সেখানেই কর্মরতা তিনি। বিয়ের এক বছর পরেই তাঁদের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। ২০১৮ সালে নার্জিসের কোল আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান। (ছবি-ইনস্টাগ্রাম)
7/8মাত্র ১৮ বছর বয়সে ছয় মাসের জন্য জেল খাটা আমির এখন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ইংল্যান্ডে বসবাস করেন। পাকিস্তানের কার্যত সম্পর্ক ছিন্ন করেছেন অভিমানী পেসার। সুযোগের অভাবে পরের বছর ২০২১ সালে, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেন।
8/8মহম্মদ আমির কাউন্টি চ্যাম্পিয়নশিপ সহ বেশ কয়েকটি টি-টোয়েন্টি লিগে খেলেছেন। আপতত বিপিএলে দেখা মিলছে তাঁর। পাক ক্রিকেট প্রসাশন থেকে রামিজ রাজার অপসারণের পর ফের একবার জাতীয় দলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন আমির।