Prosenjit Chatterjee' second wife Aparna Thakurta: গ্ল্যামার জগতের সঙ্গে নেই কোনও যোগ, তবে নায়িকার চেয়ে কম সুন্দরী নন প্রসেনজিতের প্রাক্তন স্ত্রী অপর্ণা ঠাকুরতা। দেবশ্রীর সঙ্গে ডিভোর্সের দু-বছর পর অপর্ণাকে বিয়ে করেছিলেন বুম্বাদা। এখন কোথায় আছেন তিনি?
1/10দেবশ্রী ছিল প্রসেনজিতের প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা। ছোটবেলার বন্ধুত্ব গড়িয়েছিল ছাদনা তলায়। তবে টেকেনি বিয়ে। দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার দু-বছর ঘরবন্দি ছিলেন বুম্বাদা। এরপর দেবশ্রীকে ভুলতে অপর্ণার হাত ধরেন নায়ক। (ছবি-সংগ্রহীত)
2/10১৯৯৭ সালে অপর্ণা ঠাকুরতাকে (Aparna Thakurta) বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই দাম্পত্যের বয়সও খুব বেশিদিনের ছিল না। ৫ বছর যেতে না যেতেই ভেঙে যায় সম্পর্ক। (ছবি-ইনস্টাগ্রাম)
3/10অভিনয় জগতের সঙ্গে কোনও যোগ ছিল না অপর্ণার। ভালোবেসে প্রসেনজিতের হাত ধরেছিলেন। তবে নায়িকাদের চেয়ে কম সুন্দরী নন তিনি। কেন ভেঙেছিল এই বিয়ে? জানা যায়, প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা। পরকীয়ার অভিযোগে বিদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
4/10অনেকেই হয়ত জানেন না, প্রসেনজিৎ-অপর্ণার এক মেয়েও রয়েছে। নাম প্রেরণা। এখন তো রীতিমতো সুন্দরী যুবতী সে। পেশায় আইনজীবী প্রসেনজিতের মেয়ে। বিয়ে ভাঙার পর লাইমলাইট থেকে দূরেই থেকেছে প্রসেনজিতের এই পরিবার। (ছবি-ইনস্টাগ্রাম)
5/10এখন নিজের শর্তে জীবন কাটাচ্ছেন অপর্ণা। ব্রিটিশ যুক্তরাজ্যের বাসিন্দা তিনি।। ঘরকন্নাই সামলান, তবে ঘুরতে বেজায় ভালোবাসেন। (ছবি-ইনস্টাগ্রাম)
6/10প্রসেনজিতের সঙ্গে কোনওরকম যোগাযোগ নেই অপর্ণা ও তাঁর মেয়ের। (ছবি-ইনস্টাগ্রাম)
8/10দু-বছর আগে কলকাতায় এসেছিলেন অপর্ণা ও প্রেরণা। সেই সময় পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর সঙ্গে দেখা মিলেছিল তাঁদের।
9/10সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন, মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। কাছে পেলে মেয়েকে জড়িয়ে ধরতে চান। (ছবি-ইনস্টাগ্রাম)
10/10অপর্ণার সঙ্গে ডিভোর্সের বছরেই অর্পিতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। তাঁদের একমাত্র সন্তান তৃষাণজিৎ। দু-দশক ধরে অর্পিতার সঙ্গে সুখী দাম্পত্য এই টলি নায়কের। (ছবি-ফেসবুক)